NOW READING:
অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর ! সিজিএইচএস কর্মীরা পাবেন এই সুবিধা ? এখানে রইল সব
April 13, 2025

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর ! সিজিএইচএস কর্মীরা পাবেন এই সুবিধা ? এখানে রইল সব

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর ! সিজিএইচএস কর্মীরা পাবেন এই সুবিধা ? এখানে রইল সব
Listen to this article


 

Salary News:  কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের (8th Pay Commission) ঘোষণা করার পরও স্পষ্ট হয়নি এই বিষয়। সিজিএইচএস (CGHS) কর্মীদের ঠিক কী হবে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। এই কমিশনের প্রধান কাজ হল কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বেতন-ভাতা সংশোধনের সুপারিশ করা। কিন্তু এবার সবার চোখ পড়ে রয়েছে সিজিএইচএস (সেন্ট্রাল হেলথ স্কিম)-এ কোনও পরিবর্তন হয় কিনা সেদিকে।

CGS মানে কী ?
CGHS বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে। তবে এই প্রকল্পে অনেক সমস্যা সামনে এসেছে। সবচেয়ে বড় সমস্যা হলো সিজিএইচএসের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে নেই। ছোট শহর এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী কর্মচারী ও পেনশনভোগীরা এর সুবিধা নিতে পারছেন না।

গত দুটি বেতন কমিশন (ষষ্ঠ এবং সপ্তম) সিজিএইচএস-এ বদলের সুপারিশ করেছিল। এরই মধ্যে ষষ্ঠ বেতন কমিশন একটি বিকল্প স্বাস্থ্য বিমা প্রকল্প শুরু করার পরামর্শ দিয়েছিল। একইভাবে সপ্তম বেতন কমিশনে এই নিয়ে একটি পাকাপাকি সমাধানের কতা বলা হয়। কমশিন বলে, স্বাস্থ্য বিমা এই ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

সিজিএইচএস কার্ড হোল্ডাররা সুবিধা পাবেন ?
চলতি বছরের শুরুতেই বেরিয়েছিল এই নিয়ে বিভিন্ন রিপোর্ট। যেখানে খবরে বলা হচ্ছিল, স্বাস্থ্য মন্ত্রক CGHS এর পরিবর্তে ‘কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনারদের স্বাস্থ্য বিমা প্রকল্প’ (CGEPHIS) নিয়ে আসতে পারে। এই স্কিমটি IRDAI রেজিস্টার্ড বিমা সংস্থাগুলির মাধ্যমে প্রয়োগ করা হতে পারে।

অষ্ঠম বেতন কমিশনের সামনে বড় প্রশ্ন 
এবার অষ্ঠম বেতন কমিশনের এই বিমার বিষয়ে কোনও দৃঢ় সুপারিশ করা হয় কিনা তাই দেখার। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে কর্মচারী ও পেনশনভোগীরা আরও ভালো স্বাস্থ্য সুবিধা পেতে পারবেন। বিশেষ করে সেইসব মানুষ উপকৃত হবেন যারা ছোট শহরে বাস করেন এবং বর্তমানে CGHS-এর সুবিধা পেতে অক্ষম।

এখন সবার নজর রয়েছে অষ্টম বেতন কমিশনের দিকে
বিশেষজ্ঞরা বলছেন, একটি বিমা-ভিত্তিক প্রকল্প ক্যাশলেস চিকিত্সার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে । আরও অনেক হাসপাতাল সেই ক্ষেত্রে এই নেটওয়ার্কে যোগ দেবে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সরকারের তরফে। সবার নজর এখন অষ্টম বেতন কমিশনের রিপোর্টের দিকে, যা আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ্যে আসতে পারে।

আরও দেখুন



Source link