জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির চাণক্যপুরীতে IFS অফিসারের ‘রহস্যমৃত্যু’! প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, মানসিক অবসাদে ভুগছিলেন জিতেন্দ্র রাওয়াত নামে ওই IFS অফিসার। অবসাদ থেকেই চাণক্যপুরীর বহুতলের ৪ তলা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ওই অফিসারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। একইসঙ্গে এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিদেশমন্ত্রক।
জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা থাকতেন জিতেন্দ্র রাওয়াত। স্ত্রী এবং সন্তানরা দেরাদুনে। আর চাণক্যপুরীর এমইএ সোসাইটির ওই বহুতলেরই একতলায় মাকে নিয়ে থাকতেন IFS অফিসার জিতেন্দ্র রাওয়াত। মানসিক অবসাদের জন্য চিকিৎসাও চলছিল ৪০ বছর বয়সী IFS অফিসার জিতেন্দ্রর। জিতেন্দ্র রাওয়াত ২০১১ ব্যাচের আইএফএস অফিসার। আগে তিনি উইপ্রোতে কর্মরত ছিলেন। ২০১০ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন।
ইউপিএসসি-তে তিনি ৬২১ র্যাঙ্ক করেছিলেন। IFS-এ যোগদানের পর তিনি মায়ানমার, ব্রাসেলস এবং সন্ত্রাসবাদ দমনে কাজ করেন। দিল্লি পুলিস জানিয়েছে, IFS অফিসারের মৃত্যুর ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। অফিসারের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রকও (MEA)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “এই শোক ও কঠিন সময়ে মন্ত্রণালয় পরিবারের পাশে আছে। এই শোকের সময়ে পরিবারের গোপনীয়তার সম্মান রক্ষার্থে ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।”
MEA statement on the demise of an IFS officer: pic.twitter.com/Hqd7rKr2c5
— Sidhant Sibal (@sidhant) March 7, 2025
আরও পড়ুন, Kalighater Kaku | Recruitment Scam: বড় খবর! চাকরি চুরির কয়েক কোটি টাকা ফেরত ‘কালীঘাটের কাকু’র! জোর চাঞ্চল্য….
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours