NOW READING:
তাঁর তত্ত্বাবধানেই এসেছে তিন আইপিএল খেতাব, জাতীয় দলের কোচ হয়েও কেকেআরকে মিস করেন গম্ভীর?
May 6, 2025

তাঁর তত্ত্বাবধানেই এসেছে তিন আইপিএল খেতাব, জাতীয় দলের কোচ হয়েও কেকেআরকে মিস করেন গম্ভীর?

তাঁর তত্ত্বাবধানেই এসেছে তিন আইপিএল খেতাব, জাতীয় দলের কোচ হয়েও কেকেআরকে মিস করেন গম্ভীর?
Listen to this article


নয়াদিল্লি: ভারতীয় দলের বর্তমান হেড কোচ তিনি। গত আইপিএল মরশুমে মেন্টর হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল জিতিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গম্ভীরের নাম। দলের তিনটি খেতাবজয়ী মরশুমের সঙ্গেই জড়িত তিনি। তবে বর্তমানে তিনি কিন্তু আর কেকেআরকে মিস করেন না।

২০১২ ও ২০১৪ সালের মরশুমে কেকেআরের অধিনায়ক হিসাবে তিনি আইপিএল জেতেন। শোনা যায় এই ফ্র্যাঞ্চাইজি তথা শহরের এতটাই প্রেমে পড়েছিলেন গম্ভীর যে এখানে বাড়ি অবধি কিনে থাকার পরিকল্পনাও করেছিলেন গৌতি। তবে সেসব অতীত। ABP Network India at 2047-এর সম্মেলনে গম্ভীর বলেন, ‘সত্যি বলতে না, আমি মিস করি না। এখন আমার দায়িত্ব অনেক বেশি। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যদি এখন বলি যে আমি কেকেআরকে মিস করছি, তাহলে সেটা আমার বর্তমান দায়িত্বকে অসম্মান করা হবে। আমার কাজ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যেই সবটা উজাড় করে দেওয়া।’

সামনে ইংল্যান্ড সফর। ২০০৭ সালের পর থেকে বেশ কয়েক বছর হয়ে গেল ইংল্যান্ডে কোনও সিরিজ় জেতেনি ভারতীয় দল। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতেও হেরেছে টিম ইন্ডিয়া। এই রেকর্ড বদলাতে কী করতে চান গম্ভীর? ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তিনি? কী ভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন তিনি?

ভারতীয় কোচ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশের মাটিতে রেকর্ড যথেষ্ট ভাল। এ বার বাদ দিয়ে বিগত দুইবারই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত জিতেছে। ভারত যখন ইংল্যান্ডে খেলবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই যে চ্যালেঞ্জটা কঠিন হবে। নিজেদের পরিবেশে ওরা নিঃসন্দেহে শক্তিশালী। তবে আমরা যে কোনও দলকে হারাতে পারি। অস্ট্রেলিয়ায়ও একটা সেশনে একটা বোলারের অভাবে আমাদের হারতে হয়। তাই আমরা বিদেশে ভাল করিনি এই তথ্য আমি মানি না। হ্যাঁ, কয়েকটা সিরিজ়ে আশানুরূপ পারফর্ম করতে পারিনি আমরা। তবে আশা করছি সকলে মিলে সেই বিষয়টা বদলাতে পারব।’

পাশাপাশি রোহিত, বিরাটের ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকা নিয়েও গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘দল নির্বাচন কোচের কাজ নয়। নির্বাচকদের কাজ সেটা। কোচ সেই স্কোয়াড থেকে ১১ জন ক্রিকেটারকে ম্যাচ খেলার জন্য বেছে নেন। অনেকের এই ধারণা আছে যে, কোচই নির্বাচক…না আমার আগের কোচ নির্বাচক ছিলেন, না আমি নির্বাচক। পাঁচ নির্বাচক নির্বাচন করেন। ওঁরা যখন এখানে আসবেন বা ওঁদের যদি এখানে ডেকে প্রশ্ন করতেন, তাহলে এই প্রশ্নের ভাল করে উত্তর দিতে পারতেন।’

আরও দেখুন



Source link