জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দুরন্ত ক্রিকেট খেলে, গত রবিবার মুল্লানপুরে পঞ্জাব কিংসকে (PBKS) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। পঞ্জাবের ১৫৭ রান তাড়া করে, বিরাট কোহলি (Virat Kohli) (৫৪ বলে অপরাজিত ৭৩) ও দেবদত্ত পাড়িক্কল (৩৫ বলে ৬১) মিলে অনায়াসে জিতিয়ে দেন দলকে। এই জয়ের সঙ্গেই আরসিবি লিগ তালিকায় তিন নম্বরে উঠে এসেছে। তবে রবিবাসরীয় পঞ্জাব-বেঙ্গালুরু (PBKS vs RCB) ম্যাচে চর্চায় কোহলি ও পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এমন এক ঘটনা ঘটল, যার চর্চা এখনও চলছে নেটপাড়ায়…আইপিএল ভক্তরা যেখানে আলাদাই গন্ধ পাচ্ছেন।
কোহলি মাঠে আগুনে সবসময় মেজাজে থাকেন, এই কথা নতুন কিছু নয়। পঞ্জাবের বিরুদ্ধে জিতেশ শর্মার জয়ের রান নেওয়ার সঙ্গেই, কোহলি যেভাবে শ্রেয়সের দিকে তাকিয়ে উদযাপন করেছিলেন, তা মোটেই ভালো ভাবে নেননি শ্রেয়স। যদিও দেখে মনে হয়েছিল যে, কোহলি নিছকই মজার ছলেই এমন করেছেন, তবে শ্রেয়স কিন্তু একেবারেই মজার মুডে ছিলেন না। এই ভিডিয়ো নেটপাড়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘ওরা তো এখন ছুটি কাটাতে আসে ভারতে…’! ২ মহাতারকাকে সোজা মাঠের বাইরে পাঠালেন বীরু
ম্যাচের পর দুই দলের প্রথামাফিক হ্যান্ডশেকের সময়েও শ্রেয়সকে স্পষ্টতই বিরক্ত দেখাচ্ছিল। কোহলি কিন্তু তখনও হাসছিলেন এবং পরিস্থিতি হালকা রাখার চেষ্টাই করছিলেন, তখন শ্রেয়স মুখ হাঁড়ি করেই রেখেছিলেন। বিরাটের সঙ্গে উত্তপ্ত কথাবার্তায় লিপ্ত হন। কোহলি যদিও কোনও প্রতিক্রিয়া দেননি। এবং অন্যান্য খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতেই এগিয়ে যান তিনি। তবে এই কথা বলাই যায় যে, বিরাট-শ্রেয়স কেউই সম্ভবত আর ঘটনা মনে রাখবেন না। খেলার অঙ্গ ধরে নিয়েই তাঁরা এগিয়ে যাবেন।
আরও পড়ুন: তাঁর পারফরম্যান্স নেই! ভারতীয় দলের সদ্য ছাঁটাই, আপন করে নিল শাহরুখের কলকাতাই!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)