NOW READING:
বল বিকৃত করেছেন খলিল, রুতুরাজ? চেন্নাই-মুম্বই ম্য়াচর পরই শুরু জোর বিতর্ক
March 24, 2025

বল বিকৃত করেছেন খলিল, রুতুরাজ? চেন্নাই-মুম্বই ম্য়াচর পরই শুরু জোর বিতর্ক

বল বিকৃত করেছেন খলিল, রুতুরাজ? চেন্নাই-মুম্বই ম্য়াচর পরই শুরু জোর বিতর্ক
Listen to this article


চেন্নাই: আইপিএলের (IPL 2025) দ্বিতীয় দিনেই বিতর্ক। যার কেন্দ্রে সেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এবার বল বিকৃতির মত গুরুতর অভিযোগ উঠল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে রবিবারের ম্য়াচে ৪ উইকেট জয় ছিনিয়ে নিয়েছিল হলুদ জার্সিধারীরা। সেই ম্য়াচেই বল বিকৃতি করেছেন খলিল আহমেদ, এমনটাই অভিযোগ তুলেছেন অনেকেই। এমনকী একটি ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই ক্লিপ দেখে অনেকেই মনে করেছিলেন যে খলিল বল করার সময় বল বিকৃত করেছেন, আর তাতে সঙ্গ দিয়েছেন অধিনায়ক রুতুরাজও।

এবারের নিলামে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছিল খলিল আহমেদকে। তিনি হলুদ জার্সিতে প্রথম ম্য়াচে নেমেই নজর কেড়েছেন। নিজের ৪ ওভারের স্পেলে ২৯ রান খরচ করে ৩ উইকেট নেন বাঁহাতি ফাস্ট বোলার। ভিডিও ক্লিপে দেখা যায় খলিল পকেট থেকে কিছু একটা বের করলেন। তখন তাঁর এক হাতে বল ছিল। সেই বলের মনে হল কিছু ঘষলেন। এরপর রুতুরাজ কাছে আসতেই তাঁর হাতে সেই জিনিসটি দিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে রুতুরাজ তার হাতটি পকেট ঢুকিয়ে নিলেন। আসলে হাতে কিছু আদৌ ছিল কি না তা পরিষ্কার বোঝা না গেলেও, দুজনের অ্য়াক্টিভিটি দেখে মনে হচ্ছিল কিছু না কিছু একটি হাতে ছিল দুজনের। যা দেখেই অনেকেই সিএসকেকে ফের একবার আইপিএল থেকে নির্বাসিত করার দাবিও তুললেন। 

 

আবার এই মতের অন্য় মতও রয়েছে। কেউ বলছেন খলিলের হাতে আংটি ছিল, সেই আংটিটি রুতুরাজকে ডেকে তাঁর হাতে দিয়েছিলেন খলিল। রুতুরাজ সেই আংটিটিই হয়ত নিজের পকেটে ঢুকিয়ে নেন। এর সঙ্গে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তাঁরা।

গতকাল রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল হলুদ জার্সিধারীরা। পি চিদাম্বরম স্টেডিয়ামে দু দলের হয়েই প্রভাব ফেললেন স্পিনাররা। বিশেষ করে মুম্বইয়ের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরের কথা আলাদা করে বলতেই হয়। নিজের প্রথম আইপিএল ম্য়াচ খেলতে নেমেই তিন উইকেট তুলে নিলেন এই তরুণ স্পিনার। চেন্নাইয়ের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন আফগান স্পিনার নূর আহমেদ। হলুদ জার্সিতে আইপিএলে এটি তাঁর প্রথম ম্য়াচ ছিল। 

আরও দেখুন





Source link