রুমা পাল, কলকাতা: দুর্গাপুজো আসতে এখনও অনেক দেরি। শুধু এরাজ্যেই নয় দশভুজার আরাধনায় মেতে উঠবেন বিশ্বের নানান প্রান্তের বাঙালিরা। এরমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু করে দিল বেঙ্গলি ক্লাব USA (Durga Puja 2025)। এই বছর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সাড়ম্বরে পুজোর আয়োজন করছেন ক্লাবের সদস্যরা।
পুজোর প্রস্তুতি শুরু: গতবছরই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গাপুজোর আয়োজন করেছিল বেঙ্গলি ক্লাব USA। সাত সমুদ্র তেরো নদীর পারে, সাড়ম্বরে দশভুজার আরাধনা করা হয়েছিল। এই বছর আরও বড় করে পুজোর আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। এরাজ্যের মতো চারদিন ধরে না হলেও সপ্তাহান্তে দুর্গাপুজো হবে। এখন থেকেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। টাইমস স্কোয়ার দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা ও সভাপতি দীনেশচন্দ্র মজুমদার জানান, “শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ কানাডা ইউকেতেও পুজো প্রচার করব আমরা। এবার অনেক বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে।”
টাইম স্কোয়ারের পুজোর আলাদা জনপ্রিয়তা রয়েছে। এবার সেই পুজোকে আরও সুন্দর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুজোর সঙ্গে দুই পারের বাংলাকেই যুক্ত করেছেন উদ্যোক্তারা। খুব তাড়াতাড়ি এই পুজোর থিম সং আসতে চলেছে। গানে সুর দিয়েছে গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। এপার বাংলার গায়ক জোজো ও ওপার বাংলার গায়ক মিঠুন চাকরার সঙ্গে গানও গেয়েছেন তিনি। এই পুজোর অ্যাম্বাসাডার এরাজ্যের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ঋতুপর্ণা বলেন, “আগেই দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, বিশ্বের দরবারে পুজোকে পৌঁছতে দেখে ভাল লাগছে।” বিদ্যার কথায়, “এই পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।”
আরও দেখুন