জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা রুদ্রনীল ঘোষ তার অভিনয় ক্ষমতার জন্য দর্শকদের কাছে ভীষণভাবে সমাদৃত। রাজনীতিতে হাত পাকিয়েছেন বেশ কিছু বছর হল। অভিনয়-বিতর্ক-সম্পর্ক-রাজনীতি-সমালোচনা-কবিতা লেখা-শ্রুতি নাটক বিভিন্ন কারণে উনি সবসময় খবরে থাকেন। এরমধ্যে সব থেকে আলোচিত বিষয় হলো রুদ্রনীলদের ব্যক্তিগত সম্পর্ক িনয়ে বিতর্ক ও আইনি ব্যাপার। এর আগে বহু নায়িকা এবং মহিলার সঙ্গে রুদ্রর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
সরাসরি কিছু স্বীকার না করলেও, রুদ্রনীল কখনওই সেসব অস্বীকার করেননি। কিছুদিন আগে সমাজ মাধ্যমে একটি পডকাস্ট ইন্টারভিউ তে রুদ্র, নিজের ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার সময় আইনি বিতর্কেও জড়িয়ে ছিলেন। সম্প্রতি পডকাস্টে এসে সেই ব্যাপারটাই তিনি খোলসা করলেন।
আর পড়ুন- Sourav Ganguly | Dadagiri: সৌরভ কি আর দাদাগিরি করবেন না? তাহলে কি শেষ হতে চলল এই জনপ্রিয় শো? এবার…
তিনি মনে করেন নারী এবং পুরুষ স্বেচ্ছায় দুজনের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হলেও, বিয়ে করা বাধ্যতামূলক নয়। কারণ শারীরিক ঘনিষ্ঠতার আগে বিয়ের কথা মাথায় রেখে ঘনিষ্ঠ হননি কেউই। সম্মতির যৌনতায় দুজনের সম্মতিটাই যথেষ্ট। কেউ একজন বিয়ে করতে চাইছে বলেই অপর আরেকজনকে বিয়ে করতেই হবে, এরকম কোন বাধ্যতামূলক ব্যাপার নেই। আইন সম্পূর্ণ মেয়েদের সমর্থনে রয়েছে বলে, মেয়ে নারী এবং মহিলা এই আইনের দুর্ব্যবহার করেন।
কিছু বছর আগে রুদ্রনীল ব্যক্তিগত বিষয় নিয়ে এরকমই এক আইনের সমস্যা পরেছিলেন। তার সেই সময়ের প্রেমিকার সঙ্গে তাঁর শারীরিক ঘনিষ্ঠতার পরে, প্রেমিকা বিয়ের জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু অভিনয়ের ক্যারিয়ার তৈরির সেই মুহূর্তে রুদ্রনীল বিয়ে করতে চাননি। বিয়ে করার মত কোন মানসিক গঠনও তাঁর ছিল না।
আর পড়ুন- Arindam Sil: ‘টালিগঞ্জের এক অভিনেত্রীকে চুরি করতে দেখে ফেলেছিলাম! তাই আমার উপর ওঁর এত রাগ…’
কিন্তু সেই প্রেমিকা বিয়েতে এতই নাছোরবান্দা ছিলেন যে, আইন আদালত পর্যন্ত করেছিলেন এই নিয়ে। আইনজীবীরা তাঁকে বলেছিলেন বিয়ে করে পুরো ব্যাপারটাকে মিটিয়ে নিতে। কিন্তু তিনি তা কোনওভাবেই করতে চাননি। তাঁর বক্তব্য একসঙ্গে বিছানায় শুলেই বিয়ে করাটা বাধ্যতামূলক নয়। সম্মতি যৌনতায় দুজনের সম্মতিতে বিছানায় শুয়েছি। বিয়ের কথা ভেবে শুইনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল