নয়াদিল্লি: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (70th National Film Awards) বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে আজ। গোটা দেশের নানা প্রান্তের নানা ভাষার সেরা ছবি, শিল্পী, কলাকুশলীদের সম্মান জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে ‘পোনিয়িন সেলভান ১’, ‘কান্তারা’র মতো ছবি, রয়েছে বাংলার ‘অপরাজিত’ ও ‘কাবেরী অন্তর্ধান’ও। কোন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) দেখতে পাবেন এই সমস্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবিগুলি?
জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবিগুলি দেখা হয়ে ওঠেনি? কোনটা কোথায় পাবেন?
‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan) – কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কৌশিক অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই ছবি ‘আড্ডা টাইমস’ ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন।
‘অপরাজিত’ (Aparajito) – সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে সোমনাথ কুণ্ডু ও সেরা প্রোডাকশন ডিজাইনের জন্য আনন্দ আঢ্য জাতীয় পুরস্কার পেয়েছেন। সৌজন্যে ‘অপরাজিত’। অনীক দত্ত পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চাইলে ঢুঁ মারতে পারেন জি ফাইভে।
‘পোনিয়িন সেলভান ১’ (Ponniyin Selvan: I) – এবার সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় পুরস্কার নিজেদের ঝুলিতে পুরেছে মণি রত্নমের এই ছবি। মোট চারটি বিভাগে সম্মানিত মাল্টি স্টারার এই ছবি। তামিল এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওয়।
‘অট্টম’ (Aattam) – মালয়লি ভাষার এই সিনেমা সেরা ফিচার ফিল্ম, সেরা এডিটিং ও সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কৃত হয়েছে। আনন্দ একারশি পরিচালিত এই ছবি দেখতে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়।
‘কান্তারা’ (Kantara) – এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋষভ শেট্টি। ছবির পরিচালকও তিনিই। এছাড়া এই কন্নড় ছবি ‘বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসম এন্টারটেনমেন্ট’ বিভাগেও পুরস্কৃত। ওটিটিতে এই ছবি দেখতে চাইলে কন্নড়, তামিল, তেলুগু, মালয়লম ভাষায় পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওয়, হিন্দিতে পাবেন নেটফ্লিক্সে।
‘গুলমোহর’ (Gulmohar) – হিন্দিতে সেরা ফিচার ফিল্মের পুরস্কারের পাশাপাশি বিশেষ উল্লেখে এই ছবির জন্য পুরস্কৃত হয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সেরা সংলাপের তকমাও পেয়েছে এই ছবি। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি।
‘থিরুচিত্রামবালাম’ (Thiruchitrambalam) – এই ছবির হাত ধরে সেরা অভিনেত্রী হলেন নিত্যা মেনন। এছাড়াও সেরা কোরিওগ্রাফির পুরস্কারও পেয়েছে এই ছবি। তামিল রোম্যান্টিক ঘরানার এই ছবি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়।
আরও পড়ুন: National Film Awards 2024: ‘আনন্দের পাশাপাশি একটু হতাশাও আছে’, জাতীয় পুরস্কার পেয়ে কেন বললেন ‘অপরাজিত’ প্রযোজক?
‘উঁচাই’ (Uunchai) – সূরজ বরজাতিয়া এই ছবির জন্য সেরা পরিচালকের তকমা। এছাড়া নীনা গুপ্তা পেলেন সেরা সহ অভিনেত্রীর পুরস্কার। জি ফাইভে দেখতে পাবেন এই ছবি।
‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ (Brahmastra Part One: Shiva) – এই ছবিতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধেন দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবিটি। বেস্ট ফিল্ম ইন এভিজিসি, সেরা সঙ্গীত পরিচালক ও সেরা গায়কের পুরস্কার পেয়েছে এই ছবি। ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন