জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে ৭টি চার এবং ১১টি ছক্কায়।
আইপিএলের ইতিহাসে বৈভবই এখন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিকারী ক্রিকেটার। গোলাপি শহর জয়পুরে বৈভব মাত্র ৩৫ বলে ১০০ করেছে। এর আগে মণীশ পাণ্ডে ১৯ বছর ২৫৩ দিনে আইপিএল শতরান করে ইতিহাস করেছিলেন। এখন চর্চায় শুধু বৈভব।
আরও পড়ুন: ১২ বছর পর ফের কলঙ্কিত আইপিএল!
আজ থেকে ৮ বছর আগে বৈভব ছিল আইপিএলের সমর্থক। ছোট্ট বৈভব তখন বাবার কোলে চেপে মাঠে এসেছিল। সেই ছবি ভাইরাল হয়েছে। আর তখনও কি বৈভব রাজস্থানেরই সাপোর্টার ছিল? আর এই উত্তর দিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
গোয়েঙ্কা তাঁর এক্স হ্যান্ডেলে খুদে বৈভবের ছবি শেয়ার করে লিখলেন, ‘গতরাতে এই ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম। ৬ বছরের বৈভব সূর্যবংশী ২০১৭ সালে, আমার তখনকার টিম রাইজিং পুণে সুপারজায়ান্টের সমর্থনে মাঠে এসেছিল। ধন্যবাদ বৈভব। অনেক শুভকামনা এবং সমর্থন।’ বৈভবের মাথায় বাঁধা ফেট্টিতে মোটা হরফে লেখা ছিল পুণেরই নাম।
রাইজিং পুনে সুপারজায়ান্ট ছিল ভারতের পুণে শহরের আইপিএল ফ্র্যাঞ্চাইজি। যারা ২০১৬ এবং ২০১৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলেছিল। ২০১৭ সালে আইপিএলে অংশগ্রহণকারী আট দলের মধ্যে একটি ছিল আরপিএসজি। দলের কর্ণধার ছিলেন গোয়েঙ্কা। এই দলে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি ও স্টিভ স্মিথের মতো মহারথীরা।
সালটা ছিল ২০১৩। ১২ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল তথা ভারতীয় ক্রিকেট। তিন ক্রিকেটার মুখ পুড়িয়ে ছিলেন। এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বানের সঙ্গেই জড়িয়ে ছিল অজিত চাণ্ডিলার নাম। আজও কেউ ভোলেননি ২০১৩-র আইপিএলের কথা।
২০১৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য আইপিএলে নির্বাসিত হয়েছিল। ধোনি তখন চেন্নাই সুপার কিংস ছেড়ে গোয়েঙ্কার শিবিরে নাম লিখিয়ে ছিলেন। বেন স্টোকস, জয়দেব উনাদকাট, রাহুল চাহার, রাহুল ত্রিপাঠী, মনোজ তিওয়ারি ও লকি ফার্গুসনের মতো ক্রিকেটাররা খেলেছেন পুণের হয়ে।
আরও পড়ুন: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)