NOW READING:
Toilet seat blasts: কমোডে ভয়ংকর বিস্ফোরণ, দিল্লিতে ঝলসে গেল তরুণ! বিপদ এড়াতে টয়েলেটে যা চেক করবেন…
May 6, 2025

Toilet seat blasts: কমোডে ভয়ংকর বিস্ফোরণ, দিল্লিতে ঝলসে গেল তরুণ! বিপদ এড়াতে টয়েলেটে যা চেক করবেন…

Toilet seat blasts: কমোডে ভয়ংকর বিস্ফোরণ, দিল্লিতে ঝলসে গেল তরুণ! বিপদ এড়াতে টয়েলেটে যা চেক করবেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রেটার নয়ডার সেক্টর ৩৬-এর এক বাড়িতে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট সিটে ভয়ংকর বিস্ফোরণ (Toilet Seat Blast)! আর তার জেরেই গুরুতর আহত হন ২০ বছর বয়সী এক যুবক। শনিবার বিকেল ৩টার দিকে সি-৩৬৪ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক সুনীল প্রধান জানিয়েছেন যে তাঁর ছেলে আশু নাগর বাথরুমে গিয়েছিল, এবং যখন সে ফ্লাশ বোতাম টেপে, তখন হঠাৎ টয়লেটটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

আরও পড়ুন- Rukmini Maitra: ‘বিনোদিনী’ই বদলে দিল জীবন! দাদাসাহেব ফালকে পাচ্ছেন রুক্মিনী…

সুনীল জানিয়েছেন, “বিস্ফোরণে আশুর মুখ এবং শরীরে গুরুতর পোড়া অংশ পড়ে। আমরা তাকে দ্রুত গ্রেটার নয়ডার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) নিয়ে যাই। ডাক্তাররা জানিয়েছেন যে তার ৩৫% পুড়ে গেছে”। পরিবারের তরফে আরও জানিয়েছে যে ঘটনাটি ঘটে যাওয়ার সময় আশু মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন না। তাহলে কী করে এই বিস্ফোরণ। 

বিস্ফোরণের পর বাড়ির অন্যান্য যন্ত্র পরীক্ষা করার পর তারা দেখতে পান যে এয়ার কন্ডিশনার সহ সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত হয়নি। পরিবারটি বিশ্বাস করে যে একটি ব্লক ড্রেনের কারণে টয়লেটে জমা হওয়া মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তারা মনে করে যে একটি স্ফুলিঙ্গের কারণে গ্যাসে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন- Pahalgam Terror Attack: হামলা হতে পারে, খবর ছিল আগেই… তাই কাশ্মীরসফর বাতিল করেছিলেন মোদী: খাড়গে-বিস্ফোরণ…

এলাকার বাসিন্দা হরিন্দর ভাটি বলেন যে গ্রেটার নয়ডার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বেশ পুরনো। তাঁর দাবি যে দুর্বল নিষ্কাশন ব্যবস্থা পাইপে গ্যাস জমা হওয়ার কারণ হতে পারে, যা টয়লেট বিস্ফোরণের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন যে মিথেন গ্যাস পয়ঃনিষ্কাশন পাইপ এবং দুর্বল বায়ুচলাচল সহ বাথরুমে জমা হতে পারে – বিশেষ করে যদি ড্রেনগুলি আটকে থাকে বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভাল অবস্থায় না থাকে। ঘটনার পর, গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এপি ভার্মা বলেন যে তারা এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরীক্ষা করেছেন। তার মতে, কোনও সমস্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন- Indian Idol 12 Winner Pawandeep Rajan: ভয়ংকর দুর্ঘটনায় ভেঙেছে শরীরের অসংখ্য হাড়, ৬ ঘণ্টা ধরে চলে সার্জারি, ICU-এ পবনদীপ…

এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, বাড়ির কমোডের পাইপ পরিষ্কার রাখা খুবই প্রয়োজন। যাতে কোনওভাবেই বায়ু চলাচল বন্ধ না হয়। বাড়ির ড্রেন পরিষ্কার রাখতে হবে। বাথরুমে আগুনের ব্যবহার না করাই ভালো। ঢাকা দেওয়া অবস্থায় কমোডের ফ্লাশ বিপজ্জনক হতে পারে। তবে সবার আগে মাথায় রাখতে হবে কমোড পরিষ্কার রাখা জরুরি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link