জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহালয়ার দিন প্রকাশ্যে এসেছিল প্রতিম ডি গুপ্তার আপকামিং মুভি চালচিত্রের টিজার। পুজোর আগে শহরের বুকে একের পর এক মহিলা খুনের ঘটনা। রহস্যের কিনারা করতে ময়দানে পুলিসবাহিনী। রহস্য-রোমাঞ্চে ভরা টিজারের পর এবার মুক্তি পেল চালচিত্রর ট্রেলার।
আরও পড়ুন- Indian Tv Channel in Bangladesh: বিগড়চ্ছে সম্পর্ক! বদলের বাংলাদেশে নিষিদ্ধের পথে ভারতীয় টিভি চ্যানেল…
শহরের বুকে এক অভিজাত মলে স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে পুলিস অফিসারের চরিত্রে। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত। টোটা রায়চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। আর শান্তনু মাহেশ্বরীর প্রেমিকার ভূমিকায় স্বস্তিকা। চালচিত্রের মাধ্যমে বাংলা ছবিতে অভিষেক শান্তনুর। এছাড়াও এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে বাংলা ছবির দর্শকের উদ্দেশ্যে পরিচালক প্রতিম ডি গুপ্তা বলেন, ‘আমার মনে হয় চালচিত্রের ট্রেলার ডার্ক থ্রিলারের প্রথম ঝলক। এই ট্রেলার দেখে দর্শক বুঝতে পারবে প্রতিটি পরতে রহস্য-রোমাঞ্চের ছোঁয়া রয়েছে। তারকাখচিত রোলারকোস্টার মুহূর্ত এবারের শীতে বাংলা ছবির দর্শকের বিশেষ উপহার।’
রাইমা সেন বলেন, ‘ট্রেলার দেখে দর্শকের যতটা ভাল লাগবে পুরো সিনেমাটা দর্শকের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে। আমি আগামী শুক্রবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ছবি বাংলা সিনেমার চেনা ছবিকে বদলে দেবে বলে আমার বিশ্বাস। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি অবশ্যই একটি গেম-চেঞ্জার। এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত।’
টোটা রায় চৌধুরী, যিনি ছবিতে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, তিনি বলেন, “আমি চালচিত্রের একটি সংহত অংশ হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। চলচ্চিত্রটির অনন্য কাহিনী এবং প্রতিভাবান কাস্ট এটিকে এমন কিছু করে তোলে যা বাংলা সিনেমা আগে কখনও দেখেনি। দর্শকরা এটা অনুভব করার জন্য আমি অপেক্ষা করতে পারি না।”
আরও পড়ুন- Apurba-Farin Injured: রাস্তায় শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর চোট অপূর্ব-ফারিণ-পাভেলের…
প্রযোজক ফিরদৌসুল হাসান বলেছেন, “চলচিত্র – দ্য ফ্রেম ফাটালে দর্শকদের সাথে শেষ পর্যন্ত ট্রেলার শেয়ার করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা নিশ্চিত যে এটি দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।” ২০ ডিসেম্বর হবে সব রহস্য়ের সমাধান। থিয়েটারে বছর শেষে মুক্তি পাচ্ছে চালচিত্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)