Union Budget 2025: শিক্ষায় আর্টিফিসিয়াল বুদ্ধিমত্তা! স্কুলে ইন্টারনেট, বাজেটে শিক্ষায় থাকছে আর কী কী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটে মধ্যবিত্তদের জন্য যেমন বড় ঘোষণা রয়েছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, দেশের প্রায় সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে সরকার। এমনকি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা স্থাপন করা হবে। এছাড়াও, প্রযুক্তিবিদ্যায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী। একাধিক আইআইটিতে আসনসংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: Union Budget 2025 | Tax Calculator: বার্ষিক আয় ১৩ থেকে ২৫ লাখ, কাকে কত টাকা কর দিতে হবে? দেখে নিন, ট্যাক্স ক্যালকুলেটরে…
পাশাপাশি ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করা হয়েছে বাজেটে। যার মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনা জোর দেওয়া হবে। আইআইটির আসনসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নির্মলা জানিয়েছেন, ২০১৪ সালের পর দেশে যে পাঁচটি নতুন আইআইটি রয়েছে সেখানেও সাড়ে ছয় হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে।
পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতে আসনসংখ্যা বৃদ্ধি করার কথা জানিয়েছেন তিনি। ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে। পাশাপাশি আগামী ৫ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধি করার কথাও তিনি জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)