Maha Kumbh Mela Death Toll: মৌনী অমাবস্যার স্নানে মহাকুম্ভের মহাবিপর্যয়ে কত মৃত্যু? আহত কত? জানাল উত্তরপ্রদেশ পুলিস…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মহাকুম্ভে কত মৃত্যু, তা পরিষ্কার জানিয়ে দিল উত্তর প্রদেশ পুলিস। ফলে, কয়েকঘণ্টা সরকারি ভাবে জানা গেল, মহাকুম্ভের বিপর্যয়ে কত মৃত্যু হয়েছে।  কত মৃত্যু হয়েছে? জানা গিয়েছে, অন্তত ৩০ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন ৬০ পুণ্যার্থী। মৃতদের মধ্যে ২৫ জনকেই শনাক্ত করা গিয়েছে। 

আরও পড়ুন: Shani Dev on Saraswati Puja: বসন্তপঞ্চমীতে এই কয়েকটি রাশির উপর কৃপাদৃষ্টি করবেন স্বয়ং শনিদেব! এর জেরে ভাগ্য তুঙ্গে…

গতকাল, মঙ্গলবার রাত দুটো নাগাদ মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়েছিলেন বহু মানুষ। প্রথম পর্যায়ে পাওয়া খবর অনুযায়ী পদপিষ্টের ঘটনায় আহত হয়েছিলেন কয়েকশো মানুষ। পাশাপাশি ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। তবে তা সরকারিভাবে তখনও ঘোষণা করা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় শাহি স্নান বন্ধ করা হয়েছে। মোতায়েন হয়েছে বিপুল সংখ্য়ক পুলিস। 

কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? টানা ১২ কিলোমিটার এলাকাজুড়ে ঘাট তৈরি করা হয়েছে স্নানের জন্য। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে গতকাল মেলায় গিয়েছিলেন প্রায় এক কোটি মানুষ। গতকাল রাত দুটো নাগাদ ঘাটের ব্যারিকেড ভেঙে যায়। তার পরেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তাতেই পদপিষ্ট হন বহু মানুষ। আহতদের মধ্য়ে রয়েছেন কমপক্ষে ৩০ জন মহিলা।

মহাকুম্ভের একজিকিউটিভ অফিসার আকাঙ্খা রানা জানিয়েছিলেন, সঙ্গমঘাটে ব্যারিকেড ভেঙে পড়তেই হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপিষ্ট হয়ে যান অনেকে। ঘটনার পরপরই আহতদের গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। সঙ্গম এলাকায় যে অংশকে ‘নোজ’ বলা হচ্ছে তার আয়তন ২ হেক্টর। সেখানেই স্নানের জন্য জমা হয়েছিলেন ৩ লাখ মানুষ। কিন্তু খুব বেশি হলে ওই জায়গায় ২ লাখ মানুষের জায়গা হতে পারে। ফলে অত্যধিক ভিড় জমে যায়। এরকম পরিস্থিতিতে কোনও হুড়োহুড়ি হলে কী হতে পারে তা সহজেই অনুমেয়।

আরও পড়ুন: Deaths in Kumbh Mela | Maha Kumbh: কুম্ভে বারবার ঘটেছে মহা বিপর্যয়! বারবার মৃত্যু বহু পুণ্যার্থীর! ১৯৫৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত কত মৃত্যু জানেন?

ইতিমধ্যেই গত ২৩ জানুয়ারির হিসেব অনুযায়ী মহাকুম্ভে আসা মানুষজনের সংখ্যা ১ কোটি পেরিয়ে গিয়েছিল। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যাটা সাড়ে চার কেটি হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হল মহাকুম্ভে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours