<p><strong>মুর্শিদাবাদ:</strong> দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মদিন। আর এই বিশেষ দিনেই বড় সাফল্য পুলিশের । মুর্শিদাবাদের জলঙ্গিতে ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক-সহ গ্রেফতার হল বাংলাদেশ থেকে আসা ৩ অনুুপ্রবেশকারী। ধৃতদের বাড়ি কুষ্টিয়া জেলার চারপাড়ায়। উদ্ধার হয়েছে ৮ কেজির বেশি গাঁজা ও ২৯৭ বোতল ফেন্সিডিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে জলঙ্গির সরকার পাড়া এলাকায় বিদুপুর সীমান্তে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। গ্রেফতার করে বাংলাদেশের ৩ নাগরিককে।</p>
<p>আরও পড়ুন, <a title="মেট্রোর সামনে ঝাঁপ ! পরিষেবা বন্ধ এই রুটে.." href="https://bengali.abplive.com/district/kolkata-metro-try-to-attempt-suicide-tollygunge-to-new-garia-metro-service-disrupted-1116817" target="_self">মেট্রোর সামনে ঝাঁপ ! পরিষেবা বন্ধ এই রুটে..</a></p>
Source link
নেতাজির জন্মদিনে কুষ্টিয়া থেকে জলঙ্গিতে পা, শেষ রক্ষা হল না ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারীর !
