জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের বিকানের জেলায় জুনিয়র ন্যাশনাল গেমসের স্বর্ণপদকজয়ী পাওয়ার-লিফটার। মাত্র ১৭ বছর বয়সেই প্রাণ গেল মহিলা পাওয়ার লিফটারের। জানা গিয়েছে, ২৭০ কেজি লোহার রড নিয়ে পাওয়ার লিফট করছিলেন ইয়াস্তিকা আচার্য। অনুশীলন চলাকালীন সেই রড তাঁর ঘাড়ে পড়ে যায়। রডের চাপেই প্রাণ হারায় তরুণ অ্যাথলিট। ঘটনাটি ঘটে, রাজস্থানর বিকানেরে।
পুলিস জানিয়েছে, বুধবার ইয়াস্তিকা জিমে পাওয়ার লিফটের অনুশীলন করছিলেন। ওজন তোলার সময়েই ২৭০ কেজি ওজনের এক রড তাঁর ঘাড়ের উপরে এসে পড়ে। ওজনের চাপে তাঁর ঘাড় ভেঙে যায়। পাওয়ার লিফ্টারদের সঙ্গে থাকেন তাঁদের ট্রেনার। সেই সময় ইয়াস্তিকার সঙ্গে ছিলেন তাঁর ট্রেনারও। তিনিও চোট পান। দুর্ঘটনার পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও জানা গিয়েছে, ইয়াস্তিকার পরিবারের তরফ থেকে কোনও মামলা দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর বুধবার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সেই সোনা জিতে সকলের নজর কেড়েছিলেন ইয়াস্তিকা। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:Lawyer collapses: কোর্টে চলছে মামলার শুনানি, তুমুল বাক বিতণ্ডা! কেস লড়তে লড়তেই শেষ আইনজীবী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)