জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনও হয়! ১৮ কোটিতে কুমারীত্ব বিক্রি ২২-র তরুণীর! নিলামে জিতে তারকা অভিনেতা বললেন, আমি ভাগ্যবান। বুঝুন তাহলে। আর্থিক সুরক্ষার জন্য ভেবেচিন্তে এই অভিনব পন্থা বার করেছেন তরুণী। আর তার কুমারীত্ব কিনলেন এক হলিউড অভিনেতা। তরুণী বলছেন, “কোনও আফশোস নেই”। কারণ জীবনে এমন এক সঙ্গীর খোঁজে রয়েছেন তরুণী, যিনি প্রচুর সম্পত্তির অধিকারী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তাঁকে আর্থিক ভাবে সাহায্য করার পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রাখতে পারবেন সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, আর্থিক স্বচ্ছলতার সঙ্গে তিনি চান কেরিয়ারে মন দিতে চায় তরুণী। এই সমস্ত কিছুর জন্যই তিনি একজন বিত্তশালী সঙ্গী খুঁজছিলেন যিনি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও রাখতে পারবেন। একটি এসকর্ট এজেন্সির প্ল্যাটফর্মে আয়োজিত এই নিলামে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটি-সহ বিভিন্ন শক্তিশালী ব্যক্তিত্বরা আগ্রহ প্রকাশ করেছিলেন।
শেষ পর্যন্ত হলিউডের একজন নামী তারকা নিলামে জয়ী হয়েছেন। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা এই তরুণীর নাম লরা। ২২ বছর বয়সি ওই তরুণী সেখানকার একটি কলেজে পড়েন। সকলকে টেক্কা দিয়ে ‘ভার্জিন’ লরাকে একরাতের জন্য পেতে মোটা অঙ্কের গ্যাঁটের কড়ি খরচ করতে হয়েছে নামী হলিউড তারকাকে। এদিকে সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ‘সেলেব’ হয়ে উঠেছেন লরা।
আরও পড়ুন, Red Beach | Blood Rain: WATCH | আকাশ ধুয়ে নামছে ‘রক্ত’! গোটা সৈকত নিমেষে রক্তবর্ণ! মিশছে সমুদ্রে, দেখুন বিস্ময়কর ভিডিয়ো…
আরও পড়ুন, Sheikh Hasina: ‘ইউনূসকে ঢিট করে বাংলাদেশের দখল নিতে আসছেন হাসিনা, থ্যাংকস টু মোদীজি!’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours