# Tags
#Blog

আইপিএলের নতুন মরশুমের আগেই দিল্লি শিবিরে চমক! পন্টিংয়ের জুতোয় পা গলাবেন বিশ্বজয়ী?

আইপিএলের নতুন মরশুমের আগেই দিল্লি শিবিরে চমক! পন্টিংয়ের জুতোয় পা গলাবেন বিশ্বজয়ী?
Listen to this article


মুম্বই: নতুন আইপিএল (IPL 2024) মরশুম শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচের পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে রিকি পন্টিংকে। সোশ্য়াল মিডিয়ায় বার্তায় বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে সরিয়ে দিয়েছিল দিল্লি ফ্র্য়াঞ্চাইজি। তবে সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি এবার কোচের পদের জন্য প্রস্তাব দিয়েছে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে। কে সে?

আপাতত যা শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের কোচের পদে আগামী মরশুমে দেখা যেতে পারে প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহ। গত মাসে খবর শোনা যাচ্ছিল যে গুজরাত টাইটান্সের কোচের পদে দেখা যেতে পারে যুবিকে। আশিস নেহরা কোচের পদ থেকে সরে গিয়েছেন। সেই জায়গায় নাকি বাঁহাতি অলরাউন্ডারকে দেখা যেতে পারে কোচের পদে এমনই শোনা যাচ্ছিল। এমনকী গুজরাত শিবির নাকি ভারতীয় কোচ খুঁজছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস গত তিন মরশুমে কোয়ালিফিকেশন রাউন্ডে জায়গা পাকা করতে পারেনি। তার জন্যই পন্টিংয়ের বদলে কোচের পদে নতুন কাউকে খুঁজছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে যদি যুবরাজ সিংহকে দেখা যায়। তবে কোচ হিসেবে এটিই হবে যুবরাজের প্রথম অ্যাসাইনমেন্ট। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন যুবরাজ। আইপিএলে ২০০৮-২০১৯ পর্যন্ত খেলেছেন। নিজের ক্রিকেট কেরিয়ারে আইপিএলে পাঞ্জাব কিংস, পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ। 

সব মিলিয়ে আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। আর আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি ভেসে উঠছে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। দলে ও ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এমন পর্যায়ে যে, সৌরভের কথায় কলকাতায় প্রত্যেক মরশুমের আগে প্রস্তুতি শিবির হয় দিল্লি ক্যাপিটালসের।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল, পন্টিং বিদায়ের পর ঋষভ পন্থদের কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন সৌরভ স্বয়ং। তিনি এমনিতেই ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার সুবাদে দলের খোলনলচে সম্পর্কে ওয়াকিবহাল। অভিষেক পোড়েল, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবসের মতো তরুণের সাফল্যের নেপথ্যেও অন্যতম কৃতিত্ব দেওয়া হয় সৌরভকে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের মাঠে ফেরা ও নিজের সাবলীল ব্যাটিং ফের করতে পারার নেপথ্যেও সৌরভের অবদান রয়েছে। তাই পন্টিংয়ের পর সৌরভ নিতে পারেন দিল্লি ক্যাপিটালসের কোচের পদ। তবে এবার নতুন নাম উঠে এসেছে যুবরাজ সিংহের।

আরও দেখুন



Source link

আইপিএলের নতুন মরশুমের আগেই দিল্লি শিবিরে চমক! পন্টিংয়ের জুতোয় পা গলাবেন বিশ্বজয়ী?

Durga Puja 2024 | Pujo Asche |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal