NOW READING:
WATCH | Girl Died due to heart failure: মর্মান্তিক, হাসতে হাসতেই সবশেষ! কলেজের অনুষ্ঠানে স্পিচ দিতে দিতেই…
April 6, 2025

WATCH | Girl Died due to heart failure: মর্মান্তিক, হাসতে হাসতেই সবশেষ! কলেজের অনুষ্ঠানে স্পিচ দিতে দিতেই…

WATCH | Girl Died due to heart failure: মর্মান্তিক, হাসতে হাসতেই সবশেষ! কলেজের অনুষ্ঠানে স্পিচ দিতে দিতেই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিএসসি ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন তিনি। কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানে স্পিচ দিচ্ছিলেন। এবং সেই স্পিচ দিতে দিতেই মাটিতে লুটিয়ে পড়লেন ওই তরুণী। মুহূর্তেই সব শেষ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায়। জানা গিয়েছে, বছর ২০’র বর্ষা খারাৎ বিএসসি-র ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। শুক্রবার কলেজে ফেয়ারওয়েলের অনুষ্ঠানে স্পিচ দিচ্ছিলেন। ঠিক সেই সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। 

যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ষার একটি হার্টের সার্জারি হয়েছিল আগেই। প্রায় ৭ বছর আগে এই বাইপাস সার্জারি হয়েছিল। এমনটাই জানান তাঁর পরিবারের লোক। পাশাপাশি আরও জানান, ‘হার্টের সার্জারির পর বর্ষা ওষুধের উপরই ছিল। শুক্রবার যখন সে কলেজে যায় তার আগে ওষুধ নিতে ভুলে যায় সে।’ 

ঘড়ির কাঁটায় যখন ১২টা বেজে ৩০ মিনিট তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রায় ২ মিনিটের স্পিচে মাঝে মাঝেই মজার কথাও বলেছিল সে। কিন্তু কেউ বুঝতেও পারেনি এমন বিপত্তি ঘটতে পারে। কলেজ কর্তৃপক্ষ জানান, ‘আমরা সঙ্গে সঙ্গে বর্ষাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ফেয়ারওয়েল অনুষ্ঠান যেন কান্নার অনুষ্ঠানে পালটে যায়।’ 

পড়াশোনাতেও খুব ভালো ছিল বর্ষা। বাবা-মা একটি ফার্মে কাজ করেন। চোখে অনেক স্বপ্ন ছিল তাঁর। পাশাপাশি ছোট ভাই এবং বড় দিদিও আছে তার।  এই প্রসঙ্গে বলা যায়, উত্তরপ্রদেশের (UP Man Dies) এক জুতো ব্যবসায়ী তিনিও নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে হার্ট অ্যাটাকের (Heart Attack)  ফলেই মৃত্যু হয় তাঁর।     

আরও পড়ুন: পকেটেই ফাটল মোবাইল ফোন, গোপনাঙ্গ ঝলসে গিয়ে…

আরও পড়ুন: চোখের পলকেই সবশেষ! ২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link