দেবব্রত ঘোষ: ফের রেলপথে বিপত্তি। লাইনচ্যুত হয়ে গেল দুটি বগি! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগামী ফলকনূমা এক্সপ্রেস। প্রায় ঘণ্টা দুয়েক বন্ধ থাকল ট্রেন চলাচল। বিপাকে যাত্রীরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলামের পলাসার কাছে।
হাওড়া থেকে সেকেন্দরাবাদ। রোজই চলে এই ফলকনূমা এক্সপ্রেস। রেল সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে সেকেন্দরাবাদ থেকে হাওড়া আসছিল ট্রেনটি। ওড়িশা সীমান্তে শ্রীকাকুলামের পলাসার হঠাত্-ই লাইনচ্যুত হয়ে যায় দুটি বগি! কীভাবে? তা খতিয়ে দেখছেন রেলকর্তারা। এই ঘটনার জেরে প্রায় ঘণ্টা দুয়েক বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছন রেলকর্তারা। বগি দুটি ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়। এরপর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনূমা এক্সপ্রেস।
এর আগে, পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনে চলন্ত ট্রেনের পিছনের দিকে ইঞ্জিন থেকে আলাদা হয়ে গিয়েছে ৩ বগি। শুধু তাই নয়, প্রায় ১ কিমি এগিয়ে যায় ইঞ্চিন-সহ বাকি ২২ বগি। শেষপর্যন্ত চালকের তত্পরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল ফলকনূমা এক্সপ্রেস। সেবার ট্রেনটি সেকেন্দরাবাদ থেকে হাওড়া থেকে আসছিল।
আরও পড়ুন: Couple Death in Palghar: ‘নাইলনের দড়ি আর লোহার রডেই’ এলো জীবনের পরিসমাপ্তি! প্রেমের ‘অধুরা কাহিনী’ লিখে…
আরও পড়ুন: Mumbai Shocker: ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তুলেছিল রুমমেট, শিক্ষা দিতে ভয়ংকর কাণ্ড করল যুগল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)