NOW READING:
Assault Case: শরীরে বর্বরের নোংরা আঁচড়! ‘লজ্জা’য় চরম পদক্ষেপ ১৭-র কিশোরীর…
March 2, 2025

Assault Case: শরীরে বর্বরের নোংরা আঁচড়! ‘লজ্জা’য় চরম পদক্ষেপ ১৭-র কিশোরীর…

Assault Case: শরীরে বর্বরের নোংরা আঁচড়! ‘লজ্জা’য় চরম পদক্ষেপ ১৭-র কিশোরীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে একা ছিল সতেরো বছরের মেয়ে। সেই সুযোগেই বাড়িতে যায় প্রতিবেশী ২৩ বছরের রাহুল। ঘরে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করে। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে নির্যাতিতা। লজ্জায় চরম পদক্ষেপ নিয়ে ফেলে সে। অভিযুক্ত সেখান থেকে চলে গেলে সে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটে, লখনউয়ের মালিহাবাদে।

নির্যাতিতার চিত্‍কার শুনে প্রতিবেশীর ছুটে আসে। এবং আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে তার বাবা-মা বাড়ি ফিরেই তাকে সিভিল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার শরীর ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন:Tea Auction Center: ১০ বছর ধরে বন্ধ! ফের জলপাইগুড়িতে চালু হচ্ছে চা-নিলাম কেন্দ্র…

নির্যাতিতার বাবা যিনি প্রাইভেট ড্রাইভার হিসাবে কাজ করেন। তিনি বলেন যে, তিনি এবং তার স্ত্রী হাসপাতালে গিয়েছিলেন। সেই সময় মেয়ে বাড়িতে একাই ছিল। তারই সুযোগ লাগিয়ে প্রতিবেশী রাহুল বাড়িতে আসে। মেয়ের উপর নির্যাতন করে। তারপরই মেয়ে এই চরম পদক্ষেপ নিয়ে নেয়। রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সে পালিয়ে যায়।

লখনউয়ের ডেপুটি পুলিস কমিশনার (ডিসিপি) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন যে রাহুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিতার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link