NOW READING:
Mumbai Ferry Accident: মুম্বইয়ে হাহাকার! নেভির স্পিডবোটের ধাক্কায় সমুদ্রে উল্টে গেল যাত্রীবোঝাই ফেরি, মৃত ১৩…
December 18, 2024

Mumbai Ferry Accident: মুম্বইয়ে হাহাকার! নেভির স্পিডবোটের ধাক্কায় সমুদ্রে উল্টে গেল যাত্রীবোঝাই ফেরি, মৃত ১৩…

Mumbai Ferry Accident: মুম্বইয়ে হাহাকার! নেভির স্পিডবোটের ধাক্কায় সমুদ্রে উল্টে গেল যাত্রীবোঝাই ফেরি, মৃত ১৩…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝ সমুদ্রে ভয়ংকর দুর্ঘটনা। ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী ফেরি। ঘটনাটি ঘটে, মুম্বই উপকূলে। জানা গিয়েছে, যাত্রীবাহী ওই ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে সকলেই জলে ডুবে গিয়েছেন। ঘটনাটি খবর জানিয়েছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বুধবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত যা খবর মিলেছে, তাতে ১০১ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় নৌসেনার আধিকারিক। আর ১০ জন সাধারণ নাগরিক। দু’জন গুরুতর আহত হয়েছেন।

নীলকমল নামের নৌকাটি মুম্বইয়ের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্টা দ্বীপপুঞ্জ থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ায় যাত্রীদের নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নেভির একটি স্পিডবোটের সঙ্গে ধাক্কা লাগে। ফলে নৌকাটি মাঝ সমুদ্রেই ডুবে যায়। আর তা দেখেই ছুটে আসে অন্যান্য জাহাজগুলি। ভারতের উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। দুপুর ৩টে ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন:Hooghly: চোর, চিটিংবাজ! ফেসবুকে লাইভে সম্মানহানি, চরম অপমানে গায়ে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ দম্পতি…

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং মেরিন পুলিসের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজ শুরু করে নৌসেনা। উদ্ধারকাজে নামানো হয় উপকূলরক্ষী বাহিনীর একটি বোট, মেরিন পুলিসের তিনটি বোট, নৌসেনার ১১টি বোট এবং নৌসেনার চারটি হেলিকপ্টারকে। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের জেটি এবং কাছেপিঠের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঠিক কতজন নিখোঁজ আছেন, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,  নৌবাহিনীর একটি জাহাজ ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বইয়ের কারঞ্জার কাছে নীল কমল নামে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর ফেরির সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ভিডিয়ো প্রকাশ্যে আসে। ইতোমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link