NOW READING:
Suniel Shetty: ‘শুয়ে পড়ো, না হলে গুলি করব’, আমেরিকায় পুলিসের হাতে আটক সুনীল শেট্টি…
March 1, 2025

Suniel Shetty: ‘শুয়ে পড়ো, না হলে গুলি করব’, আমেরিকায় পুলিসের হাতে আটক সুনীল শেট্টি…

Suniel Shetty: ‘শুয়ে পড়ো, না হলে গুলি করব’, আমেরিকায় পুলিসের হাতে আটক সুনীল শেট্টি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার জঙ্গিরা দুটি বিমান ছিনতাই করে আছড়ে ফেলে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের (World Trade Centre) টুইন টাওয়ারে। আরেকটি বিমান আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়াতেও। হামলায় প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ, আহত হয় প্রায় ২৫ হাজার মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ংকর এই জঙ্গি হামলা, ৯/১১ (9/11 Attack) নামেও পরিচিত। আজ থেকে প্রায় ২৪ বছর আগের সেই হামলার সময়ে লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন সুনীল শেট্টি (Suniel Shetty)। দুভার্গ্যক্রমে, সেই দিন এই ঘটনায় পুলিসের হাতে আটক হন এই অভিনেতা। প্রায় চব্বিশ বছর পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল।  

আরও পড়ুন- Alia Bhatt | Raha Kapoor: সইফকাণ্ডে ভীত রণবীর-আলিয়া! নেটপাড়া থেকে রাহার সব ছবি মুছে ফেললেন অভিনেত্রী…

সুনীল শেট্টি বলেন, “হোটেলে ঢোকার জন্য লিফটে উঠার পর বুঝতে পারি চাবি নিয়ে আসিনি। সেখানে একজন মার্কিন ভদ্রলোক ছিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, ‘আপনার কাছে চাবি আছে?’ আমি তো চাবি আনতে ভুলে গেছি আর আমার স্টাফ বাইরে চলে গেছে। লোকটি দৌড়ে বাইরে বেরিয়ে হট্টগোল শুরু করলেন। পুলিস চলে এলো। বন্দুক উঁচিয়ে পুলিস বলল,  “শুয়ে পড়ো, না হলে গুলি করব।”  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পরের ঘটনার বর্ণনা দিয়ে সুনীল শেট্টি বলেন, “আমি জানতাম না কী হচ্ছে। সুতরাং আমাকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল। তারা আমাকে হাতকড়া পরিয়ে দেয়।” ঠিক সেই সময়ে সিনেমার প্রযোজনা টিম হস্তক্ষেপ করে। হোটেল ম্যানেজারদের একজন ছিলেন পাকিস্তানি। তিনি স্পষ্ট করে বলেন, “তিনি একজন অভিনেতা, তার নাম সুনীল।”

পুরো ঘটনাকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেন সুনীল শেট্টি। অভিনেতা বলেন, “সেই সময়ে আমরা যেসব ঘটনার মধ্য দিয়ে গিয়েছিলাম, তা ছিল পাগলামি। আমি জানতাম না এরপর কী ঘটবে। কারণ এত হট্টগোল ছিল! তা ছাড়া আমার মুখভর্তি দাড়ি ছিল।” সুনীল শেট্টি মনে করেন, লিফটে থাকা ব্যক্তি ইংরেজি বুঝতে না পারার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। 

আরও পড়ুন- Priyanka Chopra: ‘প্রিয়াঙ্কা জীবনে একজনের সঙ্গেই যেচে সম্পর্ক ছিন্ন করেছে’, মায়ের তোপে কি কিং খান?

তিনি বলেন, “আমি ভেবেছিলাম সে ভাষা বোঝে না। হয়তো সে ইংরেজি বলতে পারে না। তাই আমি ইশারায় চাবি, লিফটের কথা বলেছিলাম। কিন্তু এটি আমার বিরুদ্ধে কাজ করেছিল।” সঞ্জয় গুপ্তা নির্মিত ‘কাঁটে’ সিনেমা ২০০২ সালে মুক্তি পায়। ৯/১১ হামলার সময়ে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শ্যুট হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেন— সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, কুমার গৌরব, মহেশ মঞ্জেরেকর প্রমুখ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link