জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউজার আইডি ও পাসওয়ার্ড কীভাবে পেলেন অভিযুক্তরা? স্কুল কর্তৃপক্ষের কারও মাধ্যমে নাকি নেপথ্যে অন্য কেউ? ট্য়াব কেলেঙ্কারিতে রাজ্যে এখনও পর্যন্ত গ্রেফতার ১০ জন। রাজ্যে পুলিসে অভিযোগ জমা পড়েছে ৫৬টি, আর কলকাতায় ৩টি।
আরও পড়ুন: Kolkata Fire Incident: সব হারিয়ে কান্না! লর্ডসের মোড়ে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই…
ঘটনাটি ঠিক কী? রাজ্যে ফের চালু হয়ে গিয়েছে ‘তরুণের স্বপ্ন’। স্রেফ দ্বাদশ শ্রেণি নয়, এই প্রকল্পে এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের জন্য টাকা দিচ্ছে রাজ্য। কিন্তু সেই টাকা হ্য়াকার হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। জেলায় জেলায় একই ছবি। এমনকী, বাদ নেই কলকাতাও। স্কুল কর্তৃপক্ষ থানার অভিযোগ দায়ের করার পর তদন্ত নেমেছে পুলিস।
গতকাল, মঙ্গলবার এই ট্যাব কেলেঙ্কারিতে মালদহ থেকে এক যুবককে গ্রেফতার করে বর্ধমান জেলা পুলিস। ধৃতের নাম হাসেম আলি। বাড়ি, মালদহেরই বৈষ্ণবনগরে। পুলিস সূত্রে খবর, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে ট্যাব কেনার হাতিয়ে নিয়েছে হাসেম। গত জুলাই মাসে একটি মোবাইল থেকে বাংলার শিক্ষা পোর্টালে ঢোকে সে। এরপর নিজেই একটি অ্যাকাউন্ট মডিফাইও করেছিল। উত্তর দিনাজপুরে ধরা পড়েছে আরও ৩ জন।
পুলিস সূত্রে খবর, ট্যাব কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি অভিযোগ দায়ের করা হয়েছে ঝাড়গ্রামে। ক’টি? ১০। এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Hooghly: কম্পিউটার ক্লাসে ‘নোংরামো’! হুগলিতে বর্বর শিক্ষকের লালসার শিকার নাবালিকা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)