08 Oct 2025 // বিবিসি প্রত্যুষা // বাংলা লাইভ নিউজ // BBC Live Bangla News // 10:30 AM

কিছু উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে…
1 Min Read 35 4



কিছু উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের
প্রশ্ন উঠছে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কীভাবে থাকবে
ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ
প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ
আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ

★★★ প্রিয় দর্শক আশা করি ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।
★★★ নিয়মিত বাংলা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
★★★ নিয়মিত খবর পেতে আমাদের Earth Vision ফেইজবুক পেইজটি লাইক করুন এবং Earth Vision Media ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
★★★ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন

বিবিসি বাংলার ওয়েবসাইটের ঠিকানা

source

Earth Vision Media

35 thoughts on “08 Oct 2025 // বিবিসি প্রত্যুষা // বাংলা লাইভ নিউজ // BBC Live Bangla News // 10:30 AM

  1. জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতিক দিলে সরকারের আপত্তি কি? শাপলা প্রতিক দিলে অন্নান্ন দল অবশ্যই কম ভোট পাবে তাই সরকার অন্যান্য দলের চাপে আছে তাই এন্, সি, পি কে শাপলা প্রতিক দেওয়া হচ্ছে না আমি মনে করি। আমার ঠিকানা ময়মনসিংহ ফুলবাড়িয়া আলিম নগর ভাটিপাড়া বালাশ্বর।

  2. আওয়ামী লীগকে ভোট দেওয়ার অধীকার দেওয়া উচিত। কিন্তু সেখ হাসিনার বংশধর কে বাদ দিয়ে এবং তাদের প্রতীক নৌকা বাদ দিয়া। তবেই বুঝা যাবে আওয়ামী লীগ কে জনগণ তাদেরকে কত টুকু চায়।নচেৎ নির্বাচন সঠিক হবে না।

  3. এই যে কিছু ছেলেপেলে সে কি সব কথাবার্তা বলে অথচ এ বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানার কথা না। যাহোক সময়ের আবর্তে কিছু ছেলেপেলে সাহস নিয়েই তো এভাবেই তো অতীতে নেতা হয়ে গেছে অনেকে। সময়ের ফাঁকে এক একজনের তাহার সময়ের ফাঁকে ফাঁকে অনেকে হারিয়ে যায়। ধন্যবাদ। সাবেক অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়।

  4. শুনেন বাংলাদেশ হল হুজুগের দেশ ফুটবল ১১ জনে খেলে আমরা জানি হামজার বলা লাগবে কেন?

  5. আরে গরিব দেশে খেলাধুলার দরকার নাই জনগণের ট্যাক্সের পাশে এই সমস্ত খেলাধুলা বন্ধ করে দিতে হবে যত নির্ণা দেশ ধনী হবে।

  6. মৃত্যু হয় না ওদের ধারণা নেই এ সমস্ত কথাবার্তা বলে মৃত্যু মুক্তি এবং কারো কারো জন্য যন্ত্রনা।

  7. গরিব দেশ বাংলাদেশ আবার কিসের খেলায় জিতব আয় শোনা যায় এখানে দুর্নীতি হলো প্রবল একটা ফ্যাক্টর।

  8. ইউনুস চাচ্ছে দেশে গৃহযুদ্ধ বাধিয়ে দিয়ে সরে যাওয়া তাই আওয়ামী লীগ কে বাদ দিতে চাচ্ছে। কিন্তু এটা জনগণ মানবে না

  9. আওয়ামী লীগ নির্বাচনে যদি সুযোগ না দেয় তাহলে আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যাবে না

  10. দুষ্ট বুদ্ধিজীবী কোথাকার কুলাঙ্গার এগুলো কি সব হিসাব-নিকাশ করে। এদের তো কোন মেরুদন্ড নাই বিভিন্ন দিক থেকে পয়সা খায় চাঁদ দেখাইয়া চলে আর বাংলাদেশের মতো গরিব দেশে এরা নানান সেম্পুজিয়াম সেমিনার করে বেড়ায়। পতিত স্বরা চাল লুটপাট করে পালিয়ে গেছে এখনো কি সেই কত পারসেন্ট সমর্থক আছে? লোকগুলো অলস দুষ্ট এরা যে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে সে নিয়ে কথা নাই সংখ্যক সমর্থক কি করবে করবে তোর চুল কামাইয়া দেবে. এ বদমাইশগুলো হলো কি দুর্নীতির পক্ষে টাকাকে পক্ষে চাপায় দেয়.!

  11. জনি দি বাস দের কোন ভোট নাই দুর্নীতিবাজরা ওরা কাকে ভোট দিবে কাকে ভোট না দিবে এই সমস্ত নষ্ট বুদ্ধিজীবী তথাকথিত লেখাপড়া জানেনা এ সমস্ত আজেবাজে লোকদের কথাবার্তা কোন মূল্য নাই। রাগা করাই দেশের আবর্জনা অকর্মণ্য পদার্থ। দুষ্টু সমস্ত নষ্ট লোক গুলো টাকা উজ্জরের কথাবাত্রা নাই ইনক্লুসিভ নির্বাচন। এটাই শিখে নিচ্ছি ইনক্লুসিভ নির্বাচন।

  12. এই মহিউদ্দিন কেডা আবার? এরাই হলো দেশের খেয়ে তারপরে দেশের ক্ষতি করার তালে থাকে স্বৈরাচারী থেকে পার্সেন্টেজ খায়! লেবেল প্লেয়িং ফ্রেন্ডলি আছে মহিউদ্দিনদের কি কথাবার্তা?

  13. এই মুজিবুর রহমান আবার কেডা? মাস্টারি করতেছে মাস্টারি কইরা হাইবো ছেলে পেলে পরাইয়া খাইবো জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খায় আবার মতাদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করে? তিনজন পদার্থবিদ সব আমেরিকান নোবেল পাইল বাংলাদেশী পদার্থবিদ পন্ডিতরা কোথায় গেল? গবেষণা করবে কচু দলবাজি করব আওয়ামী লীগ বিএনপি দল খালা দলই হলো আমাগো ভার্সিটির মাস্টারদের টিচারদের যোগ্যতা? দুর্নীতিবাজদের বিচার হবে বাজরা কখনো ইলেকশন করতে পারবে না এদেশে শত্রু এবং দুর্নীতিবাজদের পক্ষে যেগুলা কথা বলবে সেগুলো শত্র!

  14. সমস্তদের ৮ লক্ষ কোটি টাকা ফেরত আনার বিষয়ে কথা বলতে বলেন। সবগুলো হলো দুই মেমোরি মাল এর জন্য মায়া নাই দরদ নাই একা একা দালালি করে বেড়ায়।

  15. প্রতি তোর সেরা স্যারের লক্ষ লক্ষ কোটি টাকা লোডের টাকার একটা বাঘ খাচ্ছে এরা লীগের দালালি করার জন্য এ নিয়ে বিনিয়ে কথা বলে।

  16. কোথাকার মহিউদ্দিন মুজিবুর রহমান গংরা ভোটের নিয়া চিন্তায় ঘুম আসেনা। ১৪,১৮,২৪,সালে যে কোন ভোট হলো না এই সময় আওয়ামী লীগের এই পারসেন্ট বা ৩৬ পার্সেন্ট ভোটারদের অধিকার কোথায় ছিল এখন এই যে মহিউদ্দিন গংরা যে মতামত দিচ্ছে? এখন তাদের ভোটও তো নেওয়া হয় নাই এই সমস্ত দুষ্টচক্র বাংলাদেশটাকে তো গরিব রেখেছে সমস্ত দুষ্ট চক্রগুলোকে ব্যবহার করেই তো ইন্ডিয়া কোম্পানির কয়েকজন লোক পুরা ভারত ট্রাকে গিলে খেয়েছিল? সমস্ত অপদার্থ গুলার কোন নাই বিভিন্ন ধাপুস করে!

  17. সংবিধান প্রণয়ন কমিটি পরিষদ আলাদা থাকে সংসদ সংবিধানের অধীনে তারা সংবিধান পরিবর্তন করতে পারে না।

  18. দেশ গঠনের সময় না দিয়ে যদি ক্ষমতার লোভে কারা কারি করে তাহলে অর্থনীতি ঠিক হবে কিভাবে? ৫৪ বছরের তো দেখলাম সমস্ত ক্ষমতার লোভীরা দেশটাকে ফট করে খাওয়ার জন্য তৎপর আছে আমারে।

Leave a Reply to @MonohariBarua Cancel reply

Your email address will not be published. Required fields are marked *