NOW READING:
শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত যেভাবে দেখছে । BBC Bangla
September 8, 2024

শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত যেভাবে দেখছে । BBC Bangla

শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত যেভাবে দেখছে । BBC Bangla
Listen to this article



Hasina #India #Bangladeshindia বাংলাদেশের ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনাপ্রবাহ …

source

31 Comments
    @BapanAich

    বাংলাদেশি কুত্তারা হিন্দুর গু নাখাইলে পেট ভরেনা

    @mdolid4398

    ভারত আমাদের শত্রু। এটা ভারত আমাদের ঠিক মত বুঝিয়ে দিয়েছে।

    @nulabjie6836

    দীর্ঘ ৫৩ বছর পর বাংলাদেশ সঠিক শাসন ব্যবস্থার একজন সত্যিকারের দেশপ্রেমিক পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর মুহম্মদ ইউনূস স্যার কে পেয়েছি"" ওনাকে যাঁরাই বেকায়দায় ফেলার চেষ্টা করবে ওঁরা বিপদে পড়ে যাবে" যার টাটকা উদাহরণ ভারতের নীতি নির্ধারকরা ওনাকে ব্যর্থ করার জন্য পানি ছেড়ে বন্যায় ডুবিয়ে দিয়েছে ঠিক কিন্তু এখন পর্যন্ত ভারতের কি কি ক্ষতি হচ্ছে সব জায়গায় অশান্তি যুদ্ধ লেগে গেছে" মোদী অমিত সাহা যোগী আদিত্য নাথ জয়শংকর সবাই পাগল হয়ে গেছে

    @KaziZahangir-y9t

    ১৮ কোটি মানুষ আর একজন মানুষ। এক আর বাংলাদেশ আর হাসিনা এক নয়। কারন একজন মানুষের জন্য। বাংলাদেশ চাইবে না। সে দেশের সাথে বন্ধু দত্ব বঝায় রাখার জন্য।

    @MdjakirHossainRasel

    ভারতীয় সকল প্রকার পন্য বয়কট করে,
    বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ করুন💗💗💗

    @naazbd

    আপ্নারাকি সব দেশের সরকার এর সব ব্যক্তি কে চেনেন? আপনাদের চেনা জানা আমাদের জন্য খুব জরুরী?
    দিল্লি চালাত বাংলাদেশ মুঘল আমলে, তারপর ইংরেজ আমলে! সে তো কতো আগের কথা। ওই যুগের অবসান হয়েছে। এটা মেনে নিয়েছে ইতিহাস।

    @SufiUlla-so8oe

    শেখ হাসিনার বিকল্প নেই শেখ হাসিনা বাংলাদেশের যোগ্য একমাত্র প্রধান মন্ত্রী

    @GirinRoy-vi2bw

    ভারত একদম সংকটে পড়েনি বরং ভালো হয়েছে এতে ভারতের অনেক লাভ হবে প্রতিদিন জিহারে বাংলাদেশের লোক ঢুকছিল ভারতে সেটা বন্ধ হল অর্ডার করাকরি হলো আপনার বরং আমাদের লাভটা দেখে নিন সবচেয়ে ভারত বেশি লাভবান।

    @Savebangladesh123

    বিবিসি বাংলাকে নিষিদ্ধ করতে হবে। এটা সত্যিকারের বাংলাদেশকে প্রতিফলিত করে না। এটা ভারতীয় এজেন্ডা পূরণ করছে???

    @mdmehedulislam2592

    উপদেষ্টা পরিষদের অনেককে ভারত না চিনলেও বাংলাদেশের জনগণ ভারতকে ভালোভাবেই চিনেছে! তারা অন্তত এই ১৫ বছরে জেনে গেছে ভারত কখনও বাংলাদেশের জনগণের বন্ধু ছিলো না! হবেও না!! আর এতদিন ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে তার মাসুল ভবিষ্যতে দিতেই হবে!!

    @MdKamal-vi6ll

    শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সুসম্পর্ক রক্ষা হবে না। বাংলাদেশের জনগণ ভারতের পণ্য কেন বয়কট করেছে? ভারতকে এই কথা বুঝতে হবে। এখন শেখ হাসিনা কেন ভারতে অবস্থান করছে বাংলাদেশের জনগণ তা প্রছন্দ করেন না।

    @machizomultimedia

    সুন্দর রিপোর্ট! এ কথা সত‍্য ডক্টর ইউনূস চাড়া কোন উপদেষ্ট তেন গ্রহনযোগ‍্য নয়।
    শুধু ভারত নয় – পুরো বাংলাদেশের জন‍্য অজানা, স্বপ্নহীন, অনভিজ্ঞা উপদেষ্টারা দেশের লাভের চেয়ে – জেনে বা না জেনে ক্ষতি করছে। যার প্রভাব দ্রুত সমাজ পড়ছে ও আরো করুণ ভাবে পড়বে। যা কখনো কাম‍্য নয়।

    ডক্টর ইউনূস অতিরিক্ত আমেরিকা কেন্দ্রিক হয়ে বাংলাদেশের বারোটা বাজাচ্ছে। তার ব‍্যক্তিগত লাভ হলেও, এতে দেশের তেমন লাভ হবে না। কারণ এটা পরিক্ষিত সত‍্য. – আমেরিকার যার বন্ধু, তার শত্রুর দরকার নেই। শুভ কামনা।

    তিনি অনুদান/ ডুনেশনের বদলে বিশ্ব‍ব‍্যাংক ও দাতা সংস্থা থেকে বিলিয়ন ডলার ঋণ নিচ্ছেন – যা দেশকে ঋণে জর্জরিত করবে। যদি ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনার সমান বা একটু বেশী উন্নয়ন না করতে পারেন, তবে শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বাড়বে। যা জুলাইয়ের আন্দোলনের উদ্দেশ‍্য ধ্বংস করে দিবে।

    শুভ কামনা।

Leave a Reply