বিদেশে দেশি রাজনীতি কার স্বার্থে, দলগুলো তৎপরতা চালায় কীভাবে? | বিবিসি বাংলার বিশ্লেষণ | BBC Bangla

বিদেশের মাটিতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনে বাংলাদেশিদের দলাদলি, এমনকি সংঘর্ষে জড়ানোর অনেক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। সর্বশেষ…
1 Min Read 45 20



বিদেশের মাটিতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনে বাংলাদেশিদের দলাদলি, এমনকি সংঘর্ষে জড়ানোর অনেক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে নিউইয়র্কে ডিম নিক্ষেপ বা হেনস্থা করার ঘটনায় সেখানে দেশি রাজনীতির উত্তাপ ছড়িয়েছে। কিন্তু, বাংলাদেশের আইনে বিদেশে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধি-নিষেধ থাকলেও তা কাগজে-কলমেই রয়ে গেছে। বিদেশে দেশি রাজনীতি বন্ধ করা যাচ্ছে না কেন,
এ নিয়েই আজকের আলোচনা…

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট:
ফেসবুক:
এক্স (সাবেক টুইটার):
ইনস্টাগ্রাম:

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

source

BBC News বাংলা

45 thoughts on “বিদেশে দেশি রাজনীতি কার স্বার্থে, দলগুলো তৎপরতা চালায় কীভাবে? | বিবিসি বাংলার বিশ্লেষণ | BBC Bangla

  1. আওয়ামীলীগ যতটুক করেছে এই জায়গায় বিএনপি এবং জামাত এনসিপি থাকলে সাথে যে মহিলা ছিল সে রেহাই পাইতো না আওয়ামী লীগ নোংরা রাজনীতি করেনা এই জায়গায় বিএনপি জামাত থাকলে মহিলা পার পেতো না এটার নাম হয় আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

  2. টিম মারা তো বিএনপি জামাত শেখায় আছে ওরা তো কম মারে নাই আদালত চত্রে তখন তো বিবিসি কোন কথা বলে নাই আজকে সাধারণ একটা নেতার জন্য এত মায়া কান্না কেন এটাশুরু শিখাইছে আওয়ামী লীগ তা করে দেখাবে ইনশাল্লাহ

  3. একাত্তরের পক্ষের শক্তি কে অপমান করা গণতন্ত্রকে হত্যার সাথে শামিল করা

  4. ১.১১ তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে বাংলাদেশের মানুষ নিরাপদ ছিল
    সেনাবাহিনী দেশপ্রেমিক ছিল এখন সেনাবাহিনী সাম্রাজ্যবাদের চাটুকারিতা করে।

  5. তোমরা সাংবাদিক না সাংঘাতিক। দেশে মব সৃষ্টি করে শত শত মানুষকে মেরে ফেলছে তখন তোমাদের সংবাদ কোথায় থাকে?

  6. বিবিসি বাংলা,,, অনেক ভালো মানের সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বে সবচেয়ে স্মরনীয় করে রাখতে পারেন বিবিসি বাংলা। তবে নিঃসন্দেহে আমি বিবিসি বাংলা কে ধিক্কার জানাই,, কেননা নরেন্দ্র মোদী জী বাঙালি নিধনের মহোৎসব চলছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে নির্যাতন,, ধর্ষন, হত্যা,, বাঙালি খেদাও,, অপারেশন চালানো হচ্ছে,,, আমার প্রশ্ন ভারত মাতার জাতীয় গোয়েন্দা সংস্থা র বাঙালি জাতির জন্য কি ভুমিকা পালন করছেন। প্রতিবেশী দেশে জনগণের ভোটাধিকার হরণ,, ধর্ষণ,, হত্যা,, গুম,, নির্যাতন,, টাকা পাচার,, নারী পাচার,, দেহ ব্যবসা, সবকিছুই। র নিয়ন্ত্রণ করে,, কলকাতার মানুষ ,, বাংলা তে কথা বলেন,, তো র তে আমাদের কোন বাঙালি অফিসার,, নেই, বাঙালি কমান্ডো বাহিনীর সদস্যরা কি ভুমিকা পালন করছেন,,, বাঙালি জাতির জন্য। সবাই বিজেপির ,, মোদী জী থেকে বিলিয়ন,, বিলিয়ন মার্কিন ডলার নিয়েছিলেন,,তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কিছু করতে পারিনি,, সুতরাং ,, বাঙালি র এজেন্ট,, অফিসার,,, আর্মি অফিসার,, কমান্ডো বাহিনীর সদস্যরা,, বিএসএফ বাঙালি জাতি,,আসাম রাইফেল বাঙালি অফিসার,, বায়ু সেনা অফিসার বাঙালি জাতি সবাই জারস,, জন্ম পরিচয় হীন মানুষ। কারণ বাঙালি জাতি আজ বিপন্ন,, বাংলা ভাষা আজ বিপন্ন,, তবু ও বাঙালি জাতির কলঙ্ক শুভেন্দু অধিকারী দাদার মতো মিরজাফর বাঙালি সবাই চুপচাপ। ভারত মাতার জয় হোক,, জয় হিন্দ,, জয় হোক মানবতার বিবেকের,, জয় শ্রীরাম,, জয় বাংলা।

  7. বাংলাদেশে বিদেশীদের রাজনীতি যার স্বার্থে বিদেশেও বাংলাদেশের রাজনীতি ওই স্বার্থে।

  8. দেশে রাজনীতি বন্ধ করার কারনে এমন ঘটছে।হ্যাঁ আমি আওয়ামী লীগের কথা বলছি।তাদের দেশে আদালতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পহসনের বিচারের ডিম হামলা মার ইত্যাদি হামলা মামলা মব হত্যাদি এমন মুল কারন ভেরি ছিম্পল 4:08 5:42

  9. দেশের বাহিরের রাজনীতি বন্ধ শুধু কাগজ কলমেই থাকবে।কারন দুটি বড় দলের প্রধানই দেশের বাহিরে থেকে রাজনীতি করে।

  10. এনসিপি একটা ছোট দল। সেই ছোট দলের নেতাকে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে।

  11. যেমন কুকুর তেমন মুগুর এর প্রয়োজন, এদের জন্য এটা সম্মান জনক হয়েছে, তাদের গায়ে ডিম নয় ময়লা নিক্ষেপ করার দরকার ছিল।

  12. সমস্যা নেই প্রতিবাদী জনতার ব্যানারে ইউনুস ও ইউনুসের পান্ডাদের ময়লা নিক্ষেপ,করা হবে।

  13. বিদেশে হোক আর দেশে হোক, এই জাতীয় ঘটনা সর্বত্র দেশের সন্মান হানি করে। কেননা এখন ইন্টারনেটের যুগ। যে কোনো ঘটনা সবাই দেখে থাকেন,গোপন রাখার সুযোগ নেই।

  14. আগে ভাবতাম বিবিসি সঠিক খবর গুলি বলে কিন্তু এখন দেখতেছি বিবিসি পক্ষপাতিত্ব করতেছে বাংলাদেশের আদালতের ডিম নিক্ষেপ হচ্ছে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে আদালত চত্বরের ভিতরে আসামীদেরকে মারধর করা হচ্ছে কিন্তু সেগুলি বিবিসি কখনোই প্রচার করে না

  15. দেশে রাজনীতি ‌ করতে না‌ দিলে কি করার আছে? বিবিসি এখন মৌলবাদী রাজনীতির তোষন করে।

  16. বিবিসি পশ্চিমা স্বার্থ রক্ষা করবে এটাই স্বাভাবিক। তবে রাষ্ট্রের সার্ভোমত্ব বিকিয়ে দিয়েন না। বিদেশের মাটিতে এই অপ সংস্কৃতি বিগত সরকারের আমলে বিএনপি জামাত চালু করেছিল। বাংলাদেশের ভাগ্য কাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। প্রবাদ আছে বিভক্ত জাতী ধ্বংস হয়ে যায়।

  17. ইউনুস সরকার একটি দলকে নিষিদ্ধ করে গনতন্ত্রের পথ সংকুচিত করছে এজন্যই বিদেশে দেশী রাজনীতি বৃদ্ধি পেয়েছে। ❤❤❤❤❤

  18. অপদার্থ অযোগ্য ব্যর্থ অথর্ব এই ইউনুস সরকার দেশের জন্য যার কোন দায়বদ্ধতা দয়ামায়া বলতে কিছুই নেই। সে শুধু লুটপাট, চাঁন্ধাবাজী ও খুন খারাবি করে দেশের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সময় মতন বিদেশে পালিয়ে যাবেন। অতএব ইউনূস হঠাও দেশ ও দেশের মানুষকে বাচাও।

  19. কাদের কল্লোল সাহেব অনেকটাই একপেশে, যাহা জামাত তাহাই বিএনপি , এদের প্রতি একচোখা বিবিসি র সাংবাদিকের, এটাও সাভাবিক, সবার ইতো একটা পছন্দ থাকে , সাংবাদিক হলেও যতই চেষ্টা করুক , সম্পুর্ন ঢাকা৷ যাায় না, মানুষই তো, দোষ কিসের।

Leave a Reply to @ddeb2484 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *