#kimjongun #northkorea #bbcbangla
বিদেশি সিনেমা বা নাটক দেখলে নিজ দেশের নাগরিকদের মৃত্যুদণ্ড দিচ্ছে উত্তর কোরিয়া, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয় গত দশ বছরে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড দেওয়ার হার উদ্বেগজনক হারে বেড়েছে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা প্রায় ৩০০ জনের সাথে বিভিন্ন সময়ে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
২০২৩ সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা একজন বিবিসিকে বলেন- কোরিয়ান নাটক দেখার অপরাধে তার তিন বন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
উত্তর কোরিয়া থেকে পলাতকরা জাতিসংঘকে জানিয়েছে বিদেশী কন্টেন্ট শেয়ার করার অপরাধে জনসমক্ষে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যাতে মানুষের মধ্যে ভয় জাগে এবং আইন ভঙ্গ করা থেকে তাদের নিরুৎসাহিত করা যায়।
২০১৫ সাল থেকে উত্তর কোরিয়ায় নতুন আইন পাশ করা হয়েছে যাতে নতুন করে ছয়টি অপরাধকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার মধ্যে বিদেশি সিনেমা বা নাটক দেখাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট:
ফেসবুক:
এক্স (সাবেক টুইটার):
ইনস্টাগ্রাম:
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
source
উত্তর কোরিয়ার সঠিক পথে আছে
ইনশাআল্লাহ বাংলাদেশে ওই আইন চালু করা হোক।
কিমজং যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলে ভাল হত এই দেশের মানুষকে সোজা করার জন্য 😅😅😅😂😂😂😂😂😂😂
জাতিসংঘ শুধু এশিয়া আফ্রিকা দেশের জন্য তৈরি করা হয়েছে
পশ্চিমাদের পা চাটার জন্য
উত্তর কোরিয়া সঠিক কাজই করেছে।
উত্তর কোরিয়া নিয়ে আপনাদের এত মাথাব্যথা। ফিলিস্তিন নিয়ে এমন মাথা ব্যাথা নেই আপনাদের। 😡
কিম জন উন এর পতন চাই
পাগল একটা
এখন আমেরিকা উত্তরকোরিয়ায় হামলা করার নতুন নাটক তৈরি করছে। তারা বিশ্বের নজর তাদের চোখ দিকে খারাপ দেখাবে।
উত্তর কুরিয়াই ঠিক আছে।
BBC Israeli agent
একজন সত্যিকারের দেশ প্রেমিক
এ সংস্থার প্রয়োজন নেই
অকেজো সংস্থা হচ্ছে জাতিসংঘ
উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ জন্য আন্তর্জাতিক আদালতে যাবে কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে নিঃশ্চুপ
Jati songho ki .. khay na makhe .. ei name ki hoy
হ্যাঁ ঠিক তো 😂😂😂 উত্তর কোরিয়ায় কোনো বৈষম্য নাই 😂😂😂😂 শুধু আইন আছে 😢প্রয়োগ হয় শাস্তি ও মৃত্যু দন্ড দিয়ে 😢😢😢😢 হয়তো সেই দিন আর বেশি নেই 😢😢😢
আমেরিকান রা মাথা ঘামাতে শুরু করেছে 😢😢😢😢
উত্তর কোরিয়া আমেরিকা বিরোধী এজন্যই ওখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকেই যদি আমেরিকার সাথে বন্ধুত্ব করে তাহলে মানবাধিকার লঙ্ঘন হবে না ।এই ভূয়া খবর এখন আর মানুষ খায় না
বাংলাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন চায়।
Cinema manipulates your brain as a colonized person
ভালো করেছে, বাংলাদেশে এমন আইন করা উচিৎ।
একদম সঠিক কাজ করেছে উত্তর কোরিয়া কারণ একটা দেশ একটা জাতিকে উন্নতি করতে হলে নিরাপত্তার স্বার্থে অনেক কিছু একটা সরকারকে মেন্টেন করতে হয় তারা অন্যের উপর নির্ভরশীল নয় নিজেদের উপরেই নির্ভরশীল তারা এইজন্য তাদেরকে সাপোর্ট করলাম
Good discussion
এরকম একজন শাসক বাংলাদেশে দরকার
ভারতেও বাংলাদেশ টিভি নিষিদ্ধ করেখেছে
উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন, ফিলিস্তিনে নয়?
আর ফিলিস্তিনে কি হচ্ছে ঐ গুলো জাতিসংঘের চোখে পরে না।
আজাইরা কাজের জন্য জাতিসংঘ আছে
ore age fasi dewa dorkar
good job 😂
যায় হোক সে সাহসী নেতা,,,, কারুর পা চাটে না
শুধু কমিউনিস্ট প্রোপাগান্ডা ভিডিও দেখানো দরকার তবেই একটা সরকার টিকে থাকে । একদম সঠিক কাজ করছে উত্তর কোরিয়া ।
উত্তর কোরিয়াকে সহায়তা করা দেশগুলোকে বয়কট করা উচিত
এইসব কঠোরতা জারি করে কি টিকে থাকতে পারবে কিম জং উন? উনের নিয়তি হিটলারের থেকেও করুণ হবে। যেখানে গণতন্ত্র নেই সেখানে মানুষের মৃত্যু অনিবার্য।
জাতিসংঘের বর্তমান নাম আমেরিকার সংঘ
এরকম প্রেসিডেন্ট বাংলাদেশে দরকার
ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কথা (প্রতিবেদন) বলতে পারেন না ।
Bangladesh nijerai nijeder cinema dekhe na 🤣 ek dui kulangar chara
❤❤❤❤❤❤B❤❤❤
এরকম সরকার বাংলাদেশের দরকার
Why does this motherfer wear a dress coat?