বাজেটে উপেক্ষিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | DBC NEWS

Social Media Links: Website: Facebook: Youtube: Twitter:
1 Min Read 2 6



Social Media Links:
Website:
Facebook:
Youtube:
Twitter:
Phone: +88 02 9852431-5, +88 09666777322
Fax: +88 02 9852380

Address:
Dhaka Bangla Media & Communication Ltd.
Ahsan Tower, 76 Bir Uttam A.K Khandakar Sarak,
Mohakhali C/A, Dhaka -1213, Bangladesh

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ঢাকা বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড

#dbcnews
#livetv
#banglalivetv
#dbcnewsbd
#dbcnewstv
#dbc_news_bd

source

DBC NEWS

2 thoughts on “বাজেটে উপেক্ষিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | DBC NEWS

  1. আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন।ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে এখন এখন আমাদের ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক শক্তিশালী টেকসই মানের সেবা ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না। সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। শিক্ষায় শিক্ষিত দেশ প্রেমিক হতে হবে সকল সেবা মান নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে করতে হবে। জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি বিমান বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয় । কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে যেন হয়রানি পেরেশানি না হয়। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা, সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত গাছের ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতালে অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে। অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগাতে ট্যাফিক যানযট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে। চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে। মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম আয়েশ করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা। সরকারের কত ক্ষতি করছে। কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই।। অনিয়ম-দুর্নীতি ঘুষ তেলবাজি চুরি স্বজনপ্রীতি ভেজাল ঔষধ কাপড় খাদ্য করলে পন্য দাম বাড়ানো চোরাচালান মাদক নেশা নিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করলে চিকিৎসা সেবা না করলে সড়ক দুর্ঘটনায় ও শৃঙ্খলা নিয়মকানুন না মানলে শিক্ষা নিয়ে ব্যবসা রাজনীতি করলে কঠোর শাস্তি দিতে হবে জরিমানা জবাবদিহিতা করতে হবে।নকল ঔষধ ভেজাল কাপড় খাবার অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে। বড় পদ চাকরি টাকা লুটপাট করার জন্য মুখস্থ বিদ্যা অর্জন করা মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। একসঙ্গে সকল কাজ করতে হবে যেন বারে বারে কাজ করতে না হয় বাজেট টাকা লুটপাট সময় নষ্ট না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয় সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে। কঠোর আইন করে সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি ঘুষ তেলবাজি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা ব্যাংক লুটপাট করা শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির স্বজনপ্রীতি করতে না পারে। কেউ যেন হয়রানি পেরেশানি ভোগান্তিতে না ভোগে। তিন দল বিশিষ্ট কমিটি বদলি সাময়িক বরখাস্ত না করে সরাসরি তিন প্রজন্ম যেন কোন চাকরি না পায়। সুন্দর ভাবে সাজাতে হবে যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা অর্বজনা নোংরা বিশৃঙ্খলা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে যে কেউ হোক বড় লোক গরীব ভিআইপি সহ যে হোক আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছাড়া। সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল সরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের খেলোয়াড়দের কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা।
    চোখের আড়ালে গোয়েন্দাদের আড়ালে কত কিছু করে। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি ঘুষ চুরি অপকর্মে তদন্ত র‍্যাব সদস্য দিয়ে করাতে হবে। অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি ঘুষের সাথে। সব জায়গায় অফিসে সিন্ডিকেটে মাধ্যম অনিয়ম-দুর্নীতি করে নেতা ও কমকর্তারা। আমরা নিজের স্বার্থ সেবা আগে পরে ছয়নয় ভাবে কাজ সেবা করা।দেশ প্রেমিক হয়ে সততা সাথে ভবিষ্যতে প্রজন্মের কথা ভেবে সকল কাজ আধুনিক টেকসই মানের সেবা কাজ করতে হবে,।

  2. গারির টায়ার পোরানোর কারনেই এলাকার বাসিন্দা সবাই শাস জনিত সমস্যা আক্রান্ত পুলিশ অনেক বারই বন্ধ করে দিলেও পরে টাকার বিনিময়ে আবার চালু করে এরকম অবস্থা আমাদের খারাপ দিন যাচ্ছে আমাদের বাঁচানো সম্ভব না সরকারের কাছে আবেদন আমিন বাজার মোগরাকানদা ভাকুরতা সাভার মাননীয় মন্ত্রী আপনার কাছে আমার আকুল আবেদন

Leave a Reply to @asifvi4384 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *