নবম পে স্কেলের বেতন তালিকা প্রকাশিত হলো আজ | পে স্কেল আজকের খবর | Pay scale new update 2025
মহার্ঘ ভাতা সর্বশেষ খবর আজ, mohargo vata update, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা সর্বশেষ খবর আজ ২০২৫, mohargho vata update today, মহার্ঘ ভাতা ২০২৫, eft update news, মহার্ঘ ভাতা ২০২৪, mohargo vata 2025 update today, mohargo vata 2025, মহার্ঘ ভাতা আপডেট, mohargo, morgo vata, mohargo vata 2024, mohargo vata 2024, mohargo vata, মহার্ঘ ভাতার আপডেট খবর, pay scale news 2024, মহার্ঘ ভাতা আপডেট, মহার্ঘ ভাতা সিদ্ধান্ত, মাহার্ঘভাতা কার্যকর
#payscale2025
#mohargovata2025
#payscale2025
#payscalenews2025
#moharghovata
#পেস্কেল
#মহার্ঘভাতারসর্বশেষখবরআজ
#সরকারিচাকরিবেতনবৃদ্ধি
#মহার্ঘভাতা২০২৫
#mohargovata
#mohargovata2025
#মহার্ঘভাতাপ্রজ্ঞাপন
#payscaleupdate2025
#mohargovatanews2025
source

সব কিছু মিথ্যা কথা আর বলিস না ভাই
ফালতু ময়তো!!!
এই সমস্ত গাঁজাখুরি গল্প কোথায় পান আপনারা
বিশ্বাস নেই তাই আগে
আপনার কথায় বুঝা যায় উপরের বেতন বাড়ে রকেটের গতিতে, নিন্ম ও মধ্যে শ্রেণীর বেতন বাড়ে পিঁপড়ে র গতিতে , এই হলো বৈষম্য দূর করার চিন্তা ভাবনা
নবম পে- স্কেলে বেতন বাড়ানোর নামে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যবধান না বাড়িয়ে আনুপাতিক হারে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমিয়ে অর্ধেক করা হউক। বিনিময়ে সকলের জন্য রাখা হউক রেশনিং ব্যবস্থা, আবাসন সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা। তাহলে শুধু আবাসন ও যাতায়াত খাতে বছরে হাজার কোটি টাকা সরকারের খচর কমবে। একই দেশের নাগরিকদের মধ্যে কেউ ভগবান আর কেউ প্রজা এটা হওয়া উচিত নয়।
ওনারা শুধু সরকরি বেতন নিয়েই বেস্ত,,, বে সরকারি লক্ষ লক্ষ শ্রমিক ১২৫০০ টাকা,,, এদের দেখার কেউ নেই।
প্রতিদিন তোদের দেওয়া ২/৩ গুন বেতন পাইতেছি । আর দিস না ভাই ।
এই হালায় হলো মিথ্যা বাদী
আজাইরা বগর বগর
নাম মাত্র বেতন বাড়াচ্ছে
শেষে মুলা জোলাবো
দি গুণ অথা'ত ৮২০০ +৮২০০/– ১৬৪০০/- এ বেসিক বত'মানে চলমান। কাজেই যে লাউ সেই কদু। মিথ্যা কথা প্রচার করা থেকে বিরত থাকুন।
যাদের পেট ভরা আছে, তাদেরই আরও দিয়েছেন। তাদের বাড়বে ৭৮০০০ টাকা। আর যাদের খাবার নেই, তাদের বাড়বে ৮০০০ টাকা। এই বৈষম্য আরও বেশি হবে ।
অনেক সুন্দর খবর দিয়েছেন অবিরাম ভালোবাসা রইলো ভাই
ভুয়া নিউজ।
চাপাবাজী, ব্যবসা
১:৪ অনুপাতে ১২টি গ্রেড এবং সর্বনিম্ন ৩৫-৪০হাজার টাকা বেতন স্কেল চাই
আমি শুধু গালি গুলো পড়ি
তুই আসলে মানুষের বাচ্চাই না মানুষকে ধোঁকা দে
মিথ্যাবাদী পাপিষ্টের দল ।
বেতনের কথা শুনতে শুনতে এখন আর বেতনের কথা শুনতে ইচ্ছে করে না দুনিয়ার সবকিছু হইতেছে অথচ কর্মচারীদের বেতন দেয়ার ক্ষেত্রে এত বাধা কিসের আমি জানিনা এই অবস্থা চলতে থাকলে দ্রব্যমূল্যের দাম দ্বিগণের চাইতে দ্বিগুণ হারে হবে কার টাকা দেবে কর্মচারীদের দেশের সবকিছু হইতেছে কোন কিছু থেমে নাই অথচ আজ ১০ বছর কর্মকর্তা-কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না কর্মচারীরা এক বেলা খেয়ে একবেলা না খেয়ে সরকারি কাজে নিয়োজিত আছে অথচ বিগত সরকার অবৈধভাবে বিভিন্ন পন্থায় বাংলাদেশের টাকা হরি লুটবাণিজ্য করেছে 5:21 কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছুই করে গেল না দেশ ছেড়ে পলাল এই দুঃখ আর আমাদের সইছে না সেজন্য সরকার মহোদয়ের কাছে আকুল পার্থনা দয়া করে আমাদের বেতন কাঠামোটা প্রতিষ্ঠিত করেদেন আপনাদের নাম স্বর্ণের অক্ষের লেখা থাকবে কর্মকর্তা কর্মচারীদের কাছে এবং দেশের কাছে এই অঙ্গীকার ব্যর্থ করছি।
ঐ বাটপার
কোথায় খবর পাইলে এই মিথ্যা খবর ?
আরে ব্যাটা বুয়া সংবাদ প্রচার করিস কেন? ম্যাক্সিমান সংবাদপত্র ভুয়া কথা আর তোরা কেন প্রচার করিস? সঠিক কথা তুলে ধরার জন্য অনুরোধ করা হলো।
https://manobkantha.com.bd/articlelist/4/national ভাই মানব কন্ঠ পত্রিকায় এই খবর পেলাম না 07.10.2025 তারিখে
এই খবর কোথায় পাইলেন তোমার বাবার প্রেসে ছাপানো হয়েছে এই খবর ফাজলামি হচ্ছে ফাজলামি বন্ধ করেন ফালতু খবর প্রচার করার জন্য তোমাকে ডিম থ্রেরাপি দেয়া দরকার
কাল্পনিক স্কেল। জানুয়ারীর আগে রিপোর্ট জমা হবে না। সর্বোচ্চ বেতন ১.৫৬ লক্ষ আরও সর্বর্নিন্ম ১৭০০০, কোনমতেই যৌক্তিক নয়। উপরে ঠিক রেখে গ্রেড সংখ্যা কিছু কমালে নীচের গ্রেডের কর্মচারীরা উপকৃত হবে। ১৭০০০ টাকা বেসিকের এ বাজারে বেঁচে থাকা কঠিন। কমিশন+ সরকার নিশ্চয়ই এটি বিবেচনায় আনবেন।প্রত্যাশা রইলো ভালো কিছুর।
ভূয়া
ভুয়া খবর
এই সব গাঁজা খুরী গল্প আর কত দিন করবেন ? আমরা খুব বিরক্ত। ভিডিও করে পেট চালান তাই খারাপ কিছু বললাম না
❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂ঠিক
এই সমস্ত গাঁজাখুরি গল্প কোথায় পান আপনারা
বেকার গুলো মারা যাক।
বাটপার
সরকারী কর্মচারী কর্মকর্তাদের বেতন দরকার নাই। শুধু চেয়ার টেবিল পেলেই ওরা খুশি ।
এতো মিছা কথা বলেন লজ্জা করে না
বাটপার কতোরকম ওকি কি?এই মিথ্যা বাদি মিথ্যা বলা বন্ধ কর ।তোমার একুশ ও কুল দুকুল ই খুয়াচ্ছো ।
Bhuvanesh Nadia hai na 0:38
ভুয়া ভুয়া খবর
পাসপোর্ট ও ভুমি এবং শিক্ষা অফিসের চাকুরীজীবিদের পে স্কেলের প্রয়োজন নই।তাদের অফিস একটা বসাার স্থান পেলেই চলবে।
Baja news
আপনি ভুয়া মিডিয়া। ভুয়া খবর দিছেন।ভগর ভগর বাদ দিন।
সব ভুয়া খবর
বেসরকারি নাগরিকরা কি দেশে থাকতে পারবে না??????
ভুয়া খবর