ইসরায়েলিদের হাতে গ্রেফতার হলে কী করবেন শহিদুল আলম, জানালেন বিবিসি বাংলাকে| BBC Bangla

#flotilla #gaza #bbcbangla বাংলাদেশি পাসপোর্ট নিয়েই গাজা অভিমুখে সমুদ্র যাত্রায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। ইসরায়েলের সাথে বাংলাদেশের…
1 Min Read 35 12



#flotilla #gaza #bbcbangla
বাংলাদেশি পাসপোর্ট নিয়েই গাজা অভিমুখে সমুদ্র যাত্রায় যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।

ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, তাই ইসরায়েলি সেনাদের হাতে আটক হলে কী করবেন তিনি। কূটনৈতিক সাহায্য পাবেন কীভাবে এসব নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সাথে।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট:
ফেসবুক:
এক্স (সাবেক টুইটার):
ইনস্টাগ্রাম:

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews

source

BBC News বাংলা

35 thoughts on “ইসরায়েলিদের হাতে গ্রেফতার হলে কী করবেন শহিদুল আলম, জানালেন বিবিসি বাংলাকে| BBC Bangla

  1. তিনি বাংলাদেশী পাসপোর্ট বা বাংলাদেশের নাগরিক হিসাবে অংশগ্রহণ করেন নাই। সো তার কোন অসুবিধা হবে না। কারন প্রীডম ফ্রোটিলার লিস্টে তাকে অন্যদেশের নাগরিক হিসাবে অভিহিত করা হয়েছে।

  2. কিছুই হবে না কারণ সে নিজে ইুদিদের এজেন্ট। এগুলো তাকে গুরুত্বপূর্ণ বানানোর মিশন 😂😂😂😂

  3. আল্লাহপাক ইচ্ছা করলেই এই ইহুদি মুসলিম কামড়াকামড়ি থামাতে পারেন কিন্তু থামাচ্ছেন না কেন?

  4. আমরা শহীদুল আলম সহ ফ্লটিলায় অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    এখানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার কার্যকর ভুমিকা পালনের মাধ্যমে তাদের সকলকে মুক্ত করতে হবে।

  5. ভন্ডামীর খবর বন্ধ কর শহীদুল ইসরায়েলের দালাল এলেক্স সরোজের মেহমান হয়ে বাংলাদেশের মানুষের চোখে ধুলা দিতে গেছে 😂😂😂

  6. যদি এমন কিছু হয়ে যায় মনে রাখবেন শুধু হামাজ নয় , আরো 17 কোটি মানুষের ক্রোধের মুখে থাকবে ইজরাইল…❤🇧🇩🇧🇩

  7. অন্য দেশের সাথে কথা বলে রেখেছি দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি দিল্লি

  8. আপনি তো প্রোটেলে তে ছিলেন এখন পিছের জাহাজে কিভাবে আসলেন মুখে দাড়ি রাখি নবীর সুন্নত এত মিথ্যা কথা কেন বলেন।

  9. ওখান থেকে বেঁচে না আসলেও পরকালে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একটা উপহার পাবেন ইনশাআল্লাহ

  10. ইজরায়েল এর উচিৎ,,,এদের সবাইকে এক জায়গায় বসিয়ে ,,,,টানা একমাস 7th অক্টোবর এর বর্বরতার ফুটেজগুলো আনকাট দেখানো,,,,,তারপর তাদের জিজ্ঞেস করো,,,,,তোমরা কাদের জন্য মানবতার কথা বলছো,,,,তোমরা কোন মানবতার বাহক।।।।।।

  11. আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাচ্ছি যে শহিদুল আলমের মুক্তির জোর দাবি জানাচ্ছি

  12. যেইসব দেশ ইসরাইলকে সহযোগিতা করেছে অশ্রু দিয়ে তারাও যুদ্ধ অপরাধে সামিল তাই আন্তর্জাতিক কূটের কাছে আকুল আবেদন বিশ্বের ৮০০ কোটি মানুষের দাবি তদন্ত করে সকল কোম্পানি লোকেট মার্টিন ও রেসিয়ন জেনারেল ডায়নামিক নর্থক তুমেন ধরনের আমেরিকান কোম্পানি ও ইতালির কোম্পানি ও ইউকের কোম্পানি সকল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বিশ্বের মানুষের জোর আলো দাবি এই যুদ্ধে যারা প্রস্র দিয়ে নিরীহ মানুষকে হত্যায় উদ্বুদ্ধ করেছে প্রত্যেক কে আইনের আওতায় আনতে হবে হোক সে ডোনাল্ড ট্রাম্পসহ অপরাধী যে লক্ষ্য কোনই মুক্তি না পায় রুবেল পুরস্কারের কথা তো প্রশ্নই উঠে না

  13. এটা পরিপূর্ণভাবে একটা সাজানো নাটক তিনি নাটক করতে গিয়েছেন সেখানে যদি তাই না হয় কি হয়েছে না হয়েছে ওসব কোন বিষয় নয় উনি মিডিয়া কভারেজের জন্য পাগল দেওয়ানা হয়ে আছেন

Leave a Reply to @JannatKhatun-p1r Cancel reply

Your email address will not be published. Required fields are marked *