ইলেকশন কি হবে? | রাজনীতি | Rajniti | 21 September 2025 | Jamuna TV

#রাজনীতি #rajniti #roksanaanjumannikol #rajniti_jamunatv #talkshow আজকের রাজনীতিতে আমাদের সাথে আছেন- ১. উমামা ফাতেমা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ২. সাইয়েদ আব্দুল্লাহ সাংবাদিক…
1 Min Read 38 53



#রাজনীতি #rajniti #roksanaanjumannikol #rajniti_jamunatv #talkshow

আজকের রাজনীতিতে আমাদের সাথে আছেন-

১. উমামা ফাতেমা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
২. সাইয়েদ আব্দুল্লাহ
সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট
৩. শরিফ ওসমান হাদি
মুখপাত্র, ইনকিলাব মঞ্চ
৪. আরিফ রহমান
গবেষক ও গণমাধ্যমকর্মী

ইলেকশন কি হবে? | রাজনীতি | Rajniti | 21 September 2025 | Jamuna TV

⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳
Jamuna Television Limited is a privately owned news and current affairs television channel in Bangladesh. Jamuna Television is also known as Jamuna TV. Founded in 2014, it is owned by the Jamuna Group. Jamuna Television strives to evolve into a truly national television network for the nation, a full national and international television network for the people of Bangladesh, not just those in urban areas and the suburbs, but for all people, in every part of the nation.

⨳𝗖𝗼𝗻𝘁𝗲𝗻𝘁 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 & 𝗣𝗲𝗿𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻𝘀⨳
JAMUNA TV retains exclusive rights to all content featured on this channel. JAMUNA TV maintains exclusive ownership of all content and extends no authorization for its use to any commercial entity or individual, except with express permission granted by JAMUNA TV (JAMUNA Television Limited).
© All rights reserved to Jamuna Television LTD, 2024.

⨳Watch more breaking news⨳
দেশের খবর ►
দেশের রাজনীতি ►
International News ►
BD Crime News ►
Jamuna i-Desk ►

⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸⨳
Jamuna Television ►
Jamuna TV ►
Jamuna Television (Group) ►
Jamuna Sports ►
Jamuna Entertainment ►

⨳𝗠𝗼𝗿𝗲 𝗼𝗻 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲⨳
Jamuna TV Plus ►
Jamuna Sports ►
Jamuna Entertainment ►
Probashey Bangladesh ►
Jamuna TV Bulletin ►

⨳𝗙𝗶𝗻𝗱 𝘂𝘀 𝗼𝗻𝗹𝗶𝗻𝗲⨳
website ►
Instagram ►
Telegram ►
WhatsApp ►
TikTok ►
Twitter ►
Thread ►

⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#jamunatv #news #নিউজ #যমুনা #যমুনা_টিভি #jamunanews #banglanews #newsbangla #bdnews #jamunatv_youtube #newsbd

⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | যমুনা টিভি | Bangladesh News | Jamuna TV | Jamuna news | আজকের খবর | Jamuna Television | যমুনা নিউজ | bangla songbad | বাংলা সংবাদ | news | যমুনা টিভি আজকের খবর | Jamuna tv news | news today | খবর | নিউজ | Bangla News | Jamuna TV BD | আজকের খবর | Bangladeshi television | যমুনা টিভি খবর | Live News | Live TV | jamuna tv live news today | Rajniti season 3 | rajneeti season 3 jamuna tv | rajneeti season 3 jamuna tv today | season 3 rajniti | রাজনীতি | রাজনীতি jamuna tv | রাজনীতি সিজন ৩ | রাজনীতি যমুনা টিভি |

source

Jamuna TV

38 thoughts on “ইলেকশন কি হবে? | রাজনীতি | Rajniti | 21 September 2025 | Jamuna TV

  1. উমামা র কি মনে নাই ২০০১ সালে শেখ হাসিনা শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল…

  2. পিআর হলে কি হবে,,,, এমপি হওয়ার জন্য যেভাবে মারামারি করে সেটা আর হবে না এতে আইন শৃঙ্খলা ভালো থাকবে, নিপুণ আপুকে বলতে চাই ওনার সুখ দুখে কোন এমপিকে পাশে পাইছিলেন,,,,,, আর একজন সাধারণ মানুষ কবে কোন এমপির কাছে গিয়ে সুবিধা নিয়েছে জানা থাকলে জানাবেন আশা করি, আমার জানা মতে সাধারণ মানুষ চায় তার এলাকার উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাটের তারা এমপিকে বলে না আমার খাবার নাই খাবার দেন।

  3. পি আর পদ্ধতি নির্বাচন হলে, ধরা যাক ঢাকা বিভাগে যে পরিমাণ ভোট( এ) দল পেলো সে দল যদি পাঁচটা আসনের ভোট পায় সেদল ঢাকা বিভাগে পাঁচটা আসন দিব, এভাবে অন্যান্য দল যে ভোট পাবে তারা ওই অনুপাতে ওই ঢাকা বিভাগের জন্য আসন দিবে। এবং প্রত্যেকটা আসনের জন্য নির্ধারিত লোক থাকবে।এ) দল ৩০০ আসনের জন্য লিস্ট দিবে।

  4. প্রকৃত পক্ষে এম পি গণ আইন প্রণয়নে কাজ করবেন। ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে উন্নয়ন কাজ করবেন।স্থানীয় সরকারের কাজ মাঠ পর্যায়ের কাজ করা।কিন্তু এম পি গণ স্থানীয় সরকারের কাজ করতে গিয়ে তাঁদের মতামত মোতাবেক কাজ করতে গিয়ে স্থানীয় সরকারের মূল কাজ যে ভাবে করার বা যারা করার তাতে কেমন কেমন হয়ে যায়।এম পি গন যে আইন প্রণেতা তা যেন বিপুল সংখ্যক লোকের অজানা। এম পি গণের নিকট মানুষের চাওয়া এবং তাঁদের প্রতিশ্রুতি দেখলে মনে হবে আসলে আইন প্রণয়ন নয়, তাঁদেরই কাজ স্থানীয় সরকারের কাজ।আইন প্রণয়ণের জন্য যে মাফের লোক দরকার তা হয় কি না বুঝতে পারছিনে। সংসদে অনেক সদস্য বাংলা সুন্দর করে পড়তেও সমস্যা হয় দেখি।এমন সব বিপুল ভোট পান মনে হয় আইন প্রণয়ের জন্য নয়,স্থানীয় সমস্যা সমাধানের জন্য। আইন প্রণয়নের উপযোগী গন সংসদে যাবেন এবং স্থানীয় সরকার মাঠ পর্যায়ে কাজ করবেন এমনটা কামনা করি।

  5. বিএনপি যে ইলেকশন চায় না এটা কিন্তু জনগণ আস্তে আস্তে টের পাইতেছে ভাইসাব।

  6. আব্দুল্লাহ সাহেব দেশের জনগণের কথা চিন্তা করেন, ব্যবসায়িক ও অন্যান্যদের চিন্তা বাদ দেন অন্যান্যরা নিজের চিন্তাই করবে নিজের সুবিধার জন্য।

  7. ৩০০ আসনে প্রার্থীর ভোট ও সারাদেশে দলের ভোট আলাদা গণনা করে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয় : ধরি, বিএনপি ৩০০ আসনে ৫০% ভোট পাইছে তাই ১৫০ আসন পাবে। এখন যেই ১৫০ আসনে বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পাইছে সেই আসনে ধারাবাহিক ভাবে জয়ী হবে।

    এইভাবে মিশ্র নির্বাচন হলে যেমন প্রতি আসনের সবচেয়ে ভালো প্রার্থী জয়ী হবে আবার ১০০ ভোট ও কার্যকর হবে।

  8. এইভাবে মিশ্র পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে ভালো হয়: প্রথমে ৩০০ আসনে প্রার্থী দাঁড়িয়ে আলাদা ভোট গণনা হবে। পরে সারাদেশে দলগুলোর মোট ভোট গণনা করে যত শতাংশ ভোট পাবে সে হিসেবে আসন পাবে। কোন আসনগুলো পাবে? যে আসনে তার প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে আসনগুলো ধারাবাহিক ভাবে পাবে।

  9. আমার মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার পর জনাব তারেক রহমান বাংলাদেশ আসবেন।

  10. মনোনীত নেতাকে তো এতগুলো বছর ধরে ভোট দিয়ে আসছে জনগণ।কৈ তারা তো জনগনের প্রত্যাশা পূরণে খুব একটা ভূমিকা রাখে নাই। দুর্নীতি করে নিজের পকেট ভর্তি করছে।দল যদি যোগ্যদের দায়িত্ব দেয় তাহলে ক্ষতি কি?

  11. অত্যান্ত সুন্দর ও ঐতিহাসিক নিদর্শন এর ভবিষ্যৎ প্রজন্মের নিকট সংরক্ষণ করা প্রয়োজন।

  12. ইউনুস সাহেব কমতা নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কার সারতে নির্বাচন তারিখ ঘোষণা করলেন না

  13. জনগণ কাকে চায়-শেখ হাসিনার সরকারের পতনের পর উনার সরকারের বিরুদ্ধে লক্ষাধিক অভিযোগ উঠেছে ।এই অভিযোগগুলো সত্য না মিথ্যা? জনগন তা কিভাবে নিয়েছে জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল  প্রথমবার ৯৮০০০ জনগণের উপর জরিপ করেছেন। ফলাফল- জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ৫৬% জামায়াত ২০% বি এন পি ১৮% সমর্থন পেয়েছে। অন্যদিকে ডঃ, ইউনুসকে সমর্থনকারী ছাত্রদের নতুন দল জনমত জরিপে  ৫% সমর্থন পেয়েছে । বর্তমান সময়ে আরো কিছু জরিপেও  আওয়ামী লীগের উল্লেখযোগ্য প্রাধান্য দেখা গিয়েছে । বুঝা যাচ্ছে জনগণ ভাবতেছে অভিযোগ তো দুরে থাক শেখ হাসিনার সরকার জনগনকে যা দিয়েছেন অন্য কোন সরকার তার ছিটেফোঁটাও দিতে পারবেনা । এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের পর সাংবাদিক মাসূদ  কামাল ৭৮০০০ লোকের উপর আর একটি জরিপ করেছেন ।ওখানে তিনি জানতে চেয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগের ভোট কিভাবে অন্য দলে যাবে ? ফলাফল- আওয়ামী লীগের ভোট বি এন পি  পাবে ১৯% জামায়াত ইসলাম পাবে ৬% এন সি পি পাবে ৫% এবং ৭০% লোক ভোট সেন্টারে যাবেনা । অন্যদিকে  জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করার পায়তারা করা হচ্ছে । এভাবে রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাবসা প্রসার লাভ করলে জনগনের একটি বড় অংশ তাদের পছন্দের দলকে ভোট দিতে না পারলে তারা ভোট সেন্টারেই আসবেনা এটাই নিশ্চিত। বুঝা  যাচ্ছে ড, ইউনুছ হাটছেন উল্টো পথে । উনি সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ মব্ সংস্কৃতি ছড়িয়ে দিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছেন । কুটকৌশল মুন্সিয়ানা করে ৫০%-৬০% ভোটারদেরকে তাদের পছন্দের দলকে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত রেখে অবৈধ নির্বাচন ক‍রে তিনি হয়তো একটি যেনতেন আজ্ঞাবহ সরকার তৈরি করবেন। কিন্তু  তাতে বঞ্চিতরা এবং বিদেশি গনতান্ত্রিক শক্তি কোনভাবেই মেনে নেবেনা। সময় যত গড়াবে  চারিদিকে তৈরি নারকীয় অবস্থা এমনকি রাস্ট্র পরিচালনায় নৈরাজ্য বিশৃঙ্খলা বাড়তে থাকবে। দমন পীড়ন করতে গিয়ে যেনতেন সরকার হয়ে যাবে স্বৈরাচার । দেশের স্বাধীনতা ও  সার্বভৌমত্ব নিয়ে তৈরি হবে সংকট । দেশ এভাবে পিছিয়ে যেতে থাকবে। যেকোন স্বৈরাচারী সরকার এবং তল্পিবাহক সবাইকে মনে রাখতে হবে দমন পীড়ন করে জনগণের অধিকারকে  দাবায়ে রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হয় । ইতিহাস  থেকে শিক্ষা না নিলে এ ধরনের সরকারকে নিজের হাশর নিজে রচনা করে তল্পিতল্পা সহ বেদনাদায়ক পরিণতি বরণ করে নিতে হয় ।  ড, ইউনুস যদি সত্যিকারের দেশপ্রেমিক হন খুব দ্রুত পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে অথবা সাংবিধানিক তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত ।  অন্যদিকে কোন দলকে নিষিদ্ধ না করে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সার্বিক তত্বাবধানে  সংবিধানিক ধারায় সর্বস্থরের জনগণের অংশগ্রহণমূলক একটি সুষ্ট নির্বাচন  সম্পন্ন করতে হবে যেখানে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন পরিকল্পনা, অঙ্গীকার, অভিযোগ, পাল্টা অভিযোগ সহ  বিভিন্ন বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে  । জনগন  সবকিছু  বিচার বিশ্লেষণ করে রায় দিয়ে ভালকে ক্ষমতায় বসাবে এবং মন্দকে ক্ষমতা থেকে সরাবে ‌। এভাবে  প্রতিবারে সর্বস্থরের জনগনের অংশগ্রহণে নির্বাচিত  সরকার অথবা সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের সমস্থ কার্যক্রম সম্পূর্ণভাবে বৈধ অন্যদিকে অনির্বাচিত, অসাংবিধানিক সরকার এবং এর তল্পিবাহকদের সমস্থ কার্যক্রম সম্পূর্ণভাবে অবৈধ বলে নিশ্চিত হলেই বাংলাদেশে সকল সমস্যার সমাধান আসতে বাধ্য । অন্যথায় নিঃসন্দেহে চা্রিদিকে শুধু অশান্তি অরাজকতা , বিশৃঙ্খলা এবং নারকীয় অবস্থা ।

  14. ৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামাত কত আসনে কম ভোটের ব্যবধানে হেরেছিল টা কি স্মরণ আছে? তোমার বয়ষ তখন কত ছিল?

  15. There are many women experts in Bangladesh, but in this country they have been deprived of coming to the right place. A few get chance who can satisfy the political and influential people. Women are always neglected in this country. We are afraid of Jamat what kind of rule they announce for women!

  16. উমামার আগে দাঁত ঠিক করে আসা দরকার 😅 ঐ গুলো নিয়ে ইলেকশন, বিয়ে কোন কিছুই হবে না😂

  17. বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে মুর্খরা অনেক আলোচনা করছে কিন্তু পৃথিবীর সবচেয়ে সভ্য ও গণতান্ত্রিক দেশের বেশিরভাগ পার্লামেন্টেই পিআর পদ্ধতি তে ভোট হয়। 😊

    জাতীয় সংসদ নির্বাচনী আইন জার্মান জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন নিয়ন্ত্রণ করে। জার্মান মৌলিক আইনের অনুচ্ছেদ ৩৮, ধারা ১/১-এ বর্ণিত নির্বাচনী নীতিমালা অনুযায়ী, এই নির্বাচন হল সর্বজনীন, প্রত্যক্ষ, স্বাধীন, সমান এবং গোপন। অন্যদিকে, প্রকৃত নির্বাচনী ব্যবস্থা একটি সাধারণ আইন, অর্থাৎ ফেডারেল নির্বাচনী আইনের মাধ্যমে নির্ধারিত হয়। ফেডারেল নির্বাচনী আইনের অনেক বিধান আবার ফেডারেল নির্বাচনী অধ্যাদেশ দ্বারা বিস্তারিতভাবে বর্ণিত হয়।

    জার্মান বুন্ডেসট্যাগ (পার্লামেন্ট) নির্বাচনী আইনের একটি বৈশিষ্ট্যপূর্ণ দিক হল নির্বাচনী এলাকার প্রত্যক্ষ নির্বাচন এবং দলীয় তালিকার নির্বাচনের সমন্বয়। ভোটারদের দুটি ভোট থাকে: একটি ভোট নির্বাচনী এলাকার একজন প্রত্যক্ষ প্রার্থীকে দেওয়ার জন্য এবং অপরটি একটি রাজনৈতিক দলের রাজ্য তালিকার জন্য। দলগুলোর বুন্ডেসটাগ (পার্লামেন্টে) আসন পাওয়ার আনুপাতিক হার নির্ধারণে দ্বিতীয় ভোটটিই মুখ্য ভূমিকা পালন করে। কোনো দল নির্বাচনী এলাকা থেকে যে প্রত্যক্ষ আসনগুলো জয়ী হয়, সেগুলো এই আনুপাতিক আসনের সাথেই হিসাবের মধ্যে আনা হয়।
    দল কম পার্সেন্ট ভোট পেলে অনেক নির্বাচনী এলাকায় জয়ী প্রার্থীও সেক্ষেত্রে বাদ পড়েন।
    আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নুন্যতম ৫ পার্সেন্ট ভোট না পেলে কোন দল আদৌও পার্লামেন্টে যেতে পারবেন না।
    দ্বিতীয়ত সেখানে কোন স্বতন্ত্র প্রার্থী নেই কারণ কোন রাজনৈতিক দলের আগে নির্বাচনে অংশগ্রহণ এর আগেই কিছু নিয়ম-কানুন পালন করে অংশগ্রহণ এর যোগ্যতা অর্জন করতে হয়।
    সেখানে হিরো আলম বা মমতাজ টাইপের কারো পার্লামেন্টে আসার কোনো সুযোগ নেই এবং জার্মানির পার্লামেন্ট কোন গোয়াল না।

  18. বাংলাদেশের জনপ্রিয় দল আওয়ামী লীগ একাই 55% বাকি সবাই মিলে 45% ভোটের মালিক, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না দিয়ে এমনি দিয়ে ক্ষমতা কাউকে দিয়ে দেয়া উচিত,

  19. ❤❤❤নির্বাচন অবশ্যই দরকার তবে পুরাতন পদ্ধতিতে নহে! যদি পুরানো পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সেটা প্রহসনের নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ পুরাতন লোকবলের অভিজ্ঞতা আছে পুরাতন পদ্ধতিতে কিভাবে প্রহসনের নির্বাচন করতে হয় সে অভিজ্ঞতা। (১)পুরাতন লোকবল অপসারণ করতে হবে অথবা (২)নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলেই সুষ্ঠু কলুষমুক্ত নির্বাচন সম্ভব। প্রায় ২০০০ শহীদের রক্তের মূল্য এবং প্রায় ৩০০০০ আহত জুলাই যোদ্ধাদের সন্মান ও আকাঙ্ক্ষা যদি সমুন্নত করতে হয় তাহলে উপরে উল্লেখিত দুই পদ্ধতির অন্তত যে কোন একটি পদ্ধতি অবশ্যই গ্ৰহন করতে হবে। সহজ হচ্ছে নতুন পদ্ধতি। এ পদ্ধতিতে নিশ্চিত ভাবে ৯৫% ভোট কাস্টিং হবে যে কোনো রুপ জালিয়াতি ছাড়া এবং ৯৯.৫% নিরাপদ ও রক্তপাত ছাড়া। পদ্ধতি টি জানতে ও বুঝতে চারজন আলোচকদের প্রতি বিনীত অনুরোধ ০১৮২৪ ৬৪৪৭৪১ নাম্বারে যোগাযোগ করার জন্য।❤❤❤

  20. রোকসানা আঞ্জুমান নিকন আপনার অনুষ্ঠানে এই পর্যন্ত আমি দেখি নাই এখনো হিজাব পরা মহিলাদেরকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছে আর যদি হয়ে থাকে সেটাও বলবেন রান্না হয়ে থাকলে কেন আমন্ত্রিত হয় নাই এটাও বলবেন

Leave a Reply to @dra3272 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *