#currentnews | #livenews #zubeengarg #zubeenda #zubeedaa
জ়ুবিনের স্ত্রী গরিমার দাবি, জলে নামার সময়ে জ়ুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কী ভাবে এত বড় গাফিলতি? গায়কের মৃত্যুর আগে ও পরে ঠিক কী ঘটেছিল? জানতে তদন্ত কমিশন গঠন করছে অসম সরকার। অসম পুলিশকে তদন্তে সাহায্য করতে পারে ইডি এবং আয়কর বিভাগ।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন:
source

জুবিন গর্গ অকালে চলে যাওয়ার জন্যে আশাম /পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত বাসী পরম শোকাহত, তাই ওনার পূর্ণ তদন্তর দাবী জানাই।😢😢
আমি বাংলাদেশী নাগরিক। যেদিন জুবিন দাদার মৃত্যুর খবর শুনতে পেয়েছি, আমি গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছি। তাঁর কণ্ঠ অসংখ্য হৃদয় ছুঁয়েছে এবং তাঁর সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি। I always miss you a lot. শুধু আসাম নয় গোটা ভারতবর্ষ থেকে একটি নক্ষত্র নিমেষেই হারিয়ে গেলো।
Rip 🙏
দোষী রা যেন শাস্তি পায় 100%