লড়াকু অর্ধশতরানে ফলো অন বাঁচালেন ভারতের, সেলিব্রেশনে ‘ঝুঁকেগা নেহি’ মুডে নীতিশ
মেলবোর্ন: পুষ্পা জ্বরে কাঁপছে গোটা ভারত। এবার মেলবোর্নেও ভারতীয় দলে পুষ্পার উপস্থিতি। কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকিয়েই ‘ঝুঁকেগা নেহি’ সেলিব্রেশন নীতিশ রেড্ডির (Nitish Reddy)। মেলবোর্নে ব্যাট করতে নেমেছিলেন যখন তখন দল খাদের কিনারায়। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) সঙ্গে নিয়ে দলকে ম্যাচে ফেরানোর লড়াই চালিয়ে যাচ্ছেন এই অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার। চলতি সিরিজে দু দুবার চল্লিশের ঘরে আউট হয়েছেন। এবার আর কোনও ভুল করেননি। নিজের অর্ধশতরান পূরণ করেই ব্যাট নিয়ে ‘ঝুঁকেগা নেহি’ মেজাজে সেলিব্রেশন। স্টার্ক, কামিন্সদেরই কি বোঝাতে চাইলেন?
২২ বছরের নীতিশের ব্যাটিংয়ের সামনে হঠাৎ করেই কেমন যেন নিষ্প্রভ লাগছিল স্টার্ক ও কামিন্সকে। ১৯১ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত। তখন তিনি নেমেছিলেন ব্যাট করতে। ফলো অন বাঁচাতে প্রথম ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ২৭৫ রান। নিজের অর্ধশতরানের সঙ্গে ভারতের ফলো অনও বাঁচিয়ে দিলেন তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অর্ধশতরান পূরণ করার পর ব্যাটটি নিজের থুতনির নীচে থেকে হালকা ঘুরিয়ে দেন। ঠিক যেমন অল্লু অর্জুন পুষ্পা ছবিতে ‘ঝুঁকেগা নেহি’ বলেছিলেন। সেটাই করলেন ব্যাট হাতে। মিচেল স্টার্কের বলে বাউন্ডারি হাঁকিয়ে রাজার মত অর্ধশতরান পূরণ করেন নীতিশ। ৮১ বলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন।
ভারতীয় দলের তাবড় তাবড় ব্যাটাররা যেখানে ভুলভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন চলতি সিরিজে। সেখানে প্রতিবারই ঠাণ্ডা মাথায় ম্য়াচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন নীতিশ। নিজের জাত চেনাচ্ছেন তিনি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সরাসরি টেস্ট দলে জায়গা করে নেন। আর প্রথম আন্তর্জাতিক সিরিজেই বুঝিয়ে দিচ্ছেন তিনি যে লম্বা রেসের ঘোড়া।
“𝙈𝙖𝙞𝙣 𝙟𝙝𝙪𝙠𝙚𝙜𝙖 𝙣𝙖𝙝𝙞!” 🔥
The shot, the celebration – everything was perfect as #NitishKumarReddy completed his maiden Test fifty! 👏#AUSvINDOnStar 👉 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/hupun4pq2N
— Star Sports (@StarSportsIndia) December 28, 2024
মেলবোর্নে এদিন প্রথম উইকেট যায় ঋষভ পন্থের। ভালই খেলছিলেন। কিন্তু হঠাৎ বোল্যান্ডের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট হারান ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটার। সামনে নতুন বলে স্টার্ক, কামিন্স, বোল্যান্ডরা। নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু পন্থ হঠাৎ করেই একটা ভুল শট বেছে নিলেন।
আরও দেখুন