# Tags
#Blog

এগিয়ে আসছে মালগাড়ি, রেলগেট ভেঙে অন্ডালে ট্র্যাকে ঢুকে পড়ল ডাম্পার, ধাক্কা বাইক-স্কুটিতে

এগিয়ে আসছে মালগাড়ি, রেলগেট ভেঙে অন্ডালে ট্র্যাকে ঢুকে পড়ল ডাম্পার, ধাক্কা বাইক-স্কুটিতে
Listen to this article



<p style="text-align: justify;"><strong>মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:</strong> আর একটু হলেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকত অন্ডাল। রেল লাইনের সামনে ব্রেক ফেল করে একটি ইসিএলের ডাম্পার রেল ফটক ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা একটু স্কুটি ও বাইককে ধাক্কা মারে। এরপর রেললাইনের কাছেই দাঁড়িয়ে পড়েছিল সেটি। লাইন দিয়ে তখন ঢুকছে মালগাড়ি। তবে তার গতি অনেক কম ছিল। দূর থেকেই রেলকর্মীরা তা দেখতে পেয়ে মালগাড়িটি দাঁড় করিয়ে দেন। অন্ডালের মুকুন্দপুর রেল সাইডিংয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে।&nbsp;</p>
<p style="text-align: justify;">সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ অন্ডালের মুকুন্দপুর রেলগেট বন্ধ ছিল। কারণ সেই সময় উখড়ার দিক হতে অন্ডালের দিকে আসছিল একটি কয়লা বোঝায় মালগাড়ি। সেই সময় আচমকাই রেলগেটের সামনেই ইসিএলের এক্সপ্লোসিভ কেরিয়ার বিভাগের কয়েকজন কর্মী নিয়ে একটি ডাম্পার ব্রেক ফেল করে রেল ফটক ভেঙে রেল লাইনের মাঝে ঢুকে পড়ে। সেই সময় লাইনে মালগাড়ি আসছে দেখতে পান রেলকর্মীরা। সেখানে দায়িত্বে থাকা কর্মীরা দ্রুততার সঙ্গে সেই মালগাড়িটিকে দাঁড় করিয়ে দেন। পরে লাইন থেকে সরানো হয় বিকল ডাম্পারটি, স্কুটি ও বাইকটিকে। এই ঘটনায় কোনরকম হতাহতের খবর নেই। কিন্তু এমনটা কেন ও কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে।&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য এই ট্র্যাকের ওপর দিয়েই হুল এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস ও আরও অন্যান্য যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে। স্থানীয় মানুষজন ইসিএলের ডাম্পারের চালককে এই ঘটনার জন্য দায়ী করে মারধর করতে শুরু করলে স্থানীয়দের একাংশই ওই ডাম্পারের চালককে রক্ষা করে রেল ফটকের একটা ঘরে নিয়ে গিয়ে সুরক্ষিত করে। এর মধ্যেই বেশ কয়েকজন ইসিএলের ওই ডাম্পারটিতে ভাঙচুর চালায়।</p>
<p>এদিকে কলকাতার বুকে ভয়াবহ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গেছে পুলকারের সামনের অংশ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একনজরে দেখলেই বোঝা যাচ্ছে কী প্রচন্ড ধাক্কা লেগেছে গাড়িতে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতদের NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal