NOW READING:
West bengal Weather Update: অতিবৃষ্টি উত্তরে! দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? ABP Ananda Live
July 7, 2024

West bengal Weather Update: অতিবৃষ্টি উত্তরে! দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? ABP Ananda Live

West bengal Weather Update: অতিবৃষ্টি উত্তরে! দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস? ABP Ananda Live
Listen to this article



West Bengal News: টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল …

source

36 Comments
    @rajeshnath3085

    মালটা উল্টোপাল্টা বকে আর যতদিন একে দেখেছি একদিনও বৃষ্টি হয় নি আজ দেখলাম আজও হবে না 😂😂😂😂

    @দিশারীমুখোপাধ্যায়

    আবহাওয়া দপ্তর একসময় এমনই পূর্বাভাস দিত । যেদিন যা বলতো সেদিন তার উল্টোটা হতো । মাঝে বেশ কয়েকবছর ঠিকঠাক কাজ করছিল ।সঠিক পূর্বাভাস পাওয়া যাচ্ছিল । এ বছর দেখছি দপ্তরটি আগের জায়গাতেই ফিরে গেছে ।

    @pebblestv3319

    💯খবর মানেই চুলকে ঘা করা, এক ফোঁটা বৃষ্টি নেয় আর বলছে বৃষ্টিতে ভাসবে উত্তর ২৪ পরগনা নৈহাটিতে কোথায় বৃষ্টি

    @sudip.d7169

    বাঁধ এর জন্য আজ এত ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে।
    যেখানে সেখানে প্রকৃতির বিরুদ্ধে বাঁধ দেওয়া হচ্ছে। বাঁধের জন্য জল সরবরাহ জায়গা কমছে আর ফুলে ফেঁপে বন্যা হচ্ছে।

    @ajitchatterjee1357

    যখনই আপনারা বৃষ্টিপাতের খবর নিয়ে আলোচনা শুরু করেন তার কয়েক মিনিটের মধ‍্যেই চলে যান উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া নিয়ে আলোচনা করতে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল নিয়ে আপনারা কোনদিনই সেভাবে আলোচনা করেন না বা করতে চান না এটা কিধরনের বিমাতৃসুলভ আচরণ আমাদের জানা নেই যদিও আমরা জানি বৃষ্টি এনে দেওয়া কোন ক্ষমতাই আপনাদের হাতে নেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা তো হতেই পারে মানুষকে আস্বস্ত তো করা যেতেই পারে কিন্তু না সেটুকুও আপনাদের কাছ থেকে পাওয়া যায় না। খুবই দুঃখজনক বৈষম‍্য যা কিন্তু শ্রীসণ্জীব বন্দোপাধ‍্যায় মহাশয়ের আমলে বা ওনার থাকা কালীন সময়ে আমরা লক্ষ‍্য করি নি।

    @NetaiBala-w6v

    কোলকাতা জল হাওয়া অফিস চাষীর বিরুদ্ধে খবর শুনায়

    @krishnachaudhuri2002

    দমদম বিরাটি অন্চলে বর্ষা কবে? প্রচন্ড দাবদাহ humitdity কারণে প্রাণ যাওযার অবস্থা।

    @joysaha8996

    দক্ষিন বঙ্গ শুকিয়ে মরছে আর উত্তরবঙ্গ অতিরিক্ত বৃষ্টির জলে ডুবে মরছে

    @parthadas5916

    এই ডিপার্টমেন্টে কি আর অন্য কোনো কাজ নেই, সেগুলো করুন না-কেন ।
    এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় ইনাকে বসিয়ে মানুষের শুধু বিভ্রান্তি বেড়েই চলেছে।

Leave a Reply