# Tags
#Blog

উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষা-দুর্নীতির অভিযোগ, CBI তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের

উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষা-দুর্নীতির অভিযোগ, CBI তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা : একদিকে নিজেদের দাবি জানাতে ইতিমধ্য়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। অন্যদিকে, মেডিক্যাল সংক্রান্ত আরও একটি বড় খবর সামনে এসেছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ‘মাফিয়া-চক্রের’ অভিযোগের তদন্তে সিবিআই চায় রাজভবন। সিবিআই তদন্ত চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ মেডিক্যালে পরীক্ষা-দুর্নীতির অভিযোগেও সিবিআই দাবি উঠল। সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে রাজভবনের তরফে মুখ্যসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিজেপি সাংসদ রাজু বিস্তের অভিযোগের উল্লেখ করে এই চিঠি মুখ্যসচিবকে।

রাজভবনের সচিবালয়ের তরফে মুখ্যসচিবকে ওই চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে বলা হয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির পিছনে যে মাফিয়া চক্র কাজ করেছে , তার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। 

গত ১৩ তারিখ এই চিঠি পাঠানো হয়েছে। বয়ানো বলা হয়েছে, এই চিঠির সঙ্গে বেশ কিছু নথি রাজভবনের তরফে পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। বলা হয়েছে, এই বিষয়টি রাজ্য দেখুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক। এই চিঠির কপি ফরওয়ার্ড করা হয়েছে সাংসদ রাজু বিস্তাকে। সিবিআই তদন্ত চাইছে রাজভবন।

এ প্রসঙ্গে চিকিৎসক মানস গুমটা বলেন, “এটাতে আমরা খুশি। তার একটাই কারণ, আমরা দীর্ঘদিন এই ধরনের অভিযোগ করে আসছিলাম। কিন্তু, আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও দিন কোনও হস্তক্ষেপ করা হয়েছে বা ব্যবস্থা নিয়েছে এরকমটা আমরা দেখিনি। ফলে, এটা ঠিক যে এখন যা কিছু দুর্নীতি হচ্ছে, যা কিছু গোলমাল হচ্ছে …তাতে যে সত্যি সত্যি আমাদের রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করবে বা দোষীদের শাস্তি দেবে…এটা আমরা মনে করি না। এই যে উত্তরবঙ্গ লবি বলুন বা পরীক্ষায় প্রহসন বলুন, তার যদি আঁতুড়ঘর বলেন সেটা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।”

এদিকে দীর্ঘ মেল চালাচালির পর অবশেষে বৈঠক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের। আগের বার শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল বৈঠক। যদিও এদিন আর তার পুনরাবৃত্তি হয়নি। ২ স্টেনোগ্রাফারকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ হল সেই বৈঠক চলছে। এই বৈঠক সদর্থক হবে বলে আশা করা হচ্ছে। যদিও সময় হলে সেবিষয় পরিষ্কার হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal