কলকাতা: জলের তলায় গ্রামের পর গ্রাম ! যদিও এই ছবি এই প্রথমবার নয়, এমন ভয়াবহ দৃশ্য প্রায় প্রতিবছরেই ফিরে আসে। চলে কেন্দ্র-রাজ্যের সংঘাত। চলতি বছরেও তার অন্যথা হয়নি। ডিভিসি-র জল ছাড়ার পর ইতিমধ্যেই ‘ম্যানমেড বন্যা’ বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জল ছাড়া নিয়ে সংঘাত, ডিভিসি-কে নিশানা করে ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার ঝাড়খণ্ড সীমানা সিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেখান, বাংলার ৮ জেলা অন্ধকারে ডুবে যাবে।’
এদিন তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজ্যপালকে চিঠি দেব। ঝাড়খণ্ড সীমানায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। মমতা নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন।’ এখানেই শেষ নয়, ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। ‘ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেখান। বাংলার ৮ জেলা অন্ধকারে ডুবে যাবে, আক্রমণ শুভেন্দুর।
বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেক পোষ্টলাইন দিয়ে দাঁড়িয়ে পণ্যবোঝাই ট্রাকের পর ট্রাক। বহু ট্রাকে রয়েছে পচনশীল বস্তও। দীর্ঘক্ষণ অপেক্ষা করে করে বিরক্ত ট্রাক চালকরা। ট্রাক ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশের সঙ্গে ব্যাপক বচসা ট্রাক চালকদের। এরমধ্যেই সেখানে পৌঁছন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। পুলিশের সঙ্গে বচসা বেধে যায় তাঁরও। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন , আমি তো এসে যেমন তাঁরা বেরোতে পারে তার ব্যবস্থা করেছি এখন এরা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে, যে কাঁচামাল যতটা আছে, ফল ও দুধ যত আছে তার বের করার ব্যবস্থা করবে।
অবশেষে লিখিত নির্দেশিকা দেখে শান্ত হন তিনি। পশ্চিম বর্ধমান,পূর্ব মেদিনীপুর,পুরুলিয়া,বীরভূম রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার আশঙ্কা৷ জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ম্যান মেড বন্যা বলে কেন্দ্র সরকারের অধীনে থাকা ডিভিসি ও ঝাড়খণ্ড সরকারকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৩ দিন বাংলা-ঝাড়খণ্ড সীমানা এলাকা বন্ধের সিদ্ধান্ত দেয় রাজ্য প্রশাসনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩ দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে। সিল থাকবে। ৩ দিন বর্ডার থাকবে বন্ধ। তার কারণ গাড়ি ঢুকলেই জলে ডুবে যাবে, আমি এটা চাই না। ‘
আরও পড়ুন, ভাইরাল অডিও-তে কার গলা ছিল ? মুক্তির পর এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন কলতান
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাংলা-ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দেওয়া হয় ডুবুরডি চেকপোষ্টে ৷রাজ্যের বন্যা পরিস্থিতির উপর নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। আমি নীতীন গডকড়িকে লিখব, অমিত শাহজিকে লিখব, রাজ্যপালকে লিখব, যে দ্রুত ওখানে ব্যবস্থা নেওয়া হোক। একই ছবি ধরা পড়ে পুরুলিয়াতেও।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পুরুলিয়ায় ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত সব সীমানা বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। সীমানা বন্ধ করায় ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা একাধিক লরি আটকে পড়েছে। চূড়ান্ত সমস্যায় পড়েছেন লরি চালকরা। না জানিয়ে আচমকা সীমানা বন্ধের জেরে ক্ষুব্ধ লরি চালকরা। দ্রুত সমস্যার সমাধান চাইছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন