পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিম্নচাপের জেরে তিন দিন টানা বৃষ্টিপাত। যার জেরে বিপর্যস্ত বাঁকুড়া জেলা (Bankura Weather Update)। ফুঁসছে নদী। বিপদ সীমার উপরে বইছে জলস্তর। জলের তলায় চলে গিয়েছে একাধিক সেতু।
বিপর্যস্ত বাঁকুড়া জেলা: জলের তলায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর, গন্ধেশ্বরী নদীর উপর মানলানালী সেতু। গত তিনদিনের টানা বৃষ্টির জেরে জল বেড়েছে বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতি, ভৈরববাকী, শালী সহ বিভিন্ন নদীতে। বিভিন্ন নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু কজওয়ে নদী ব্রিজ জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই। শিলাবতী নদীর উপর বাঁকুড়া সিমলাপাল ৯ নম্বর রাজ্য সড়কের উপর থাকা শিলাবতী নদীর সেতু জলের তলায় চলে গিয়েছে। এর ফলেই বাঁকুড়া ঝাড়গ্রাম যাতায়াত বন্ধ। নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করছে ইতিমধ্যেই। সবকটি নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টা ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলাজুড়ে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই মুখভার আকাশের। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুঁসছে নদী: লাগাতার বৃষ্টির ফলে সমস্যা পড়েছেন সাধারণ মানুষ।একনাগাড়ে বৃষ্টির ফলে ঝাড়গ্রামে ফুলেফেঁপে উঠেছে ডুলুং নদীর জল। জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় কজওয়ের উপর দিয়ে বিপদসীমার উপর বইছে জল। যার ফলে ঝাড়গ্রামে সঙ্গে সাথে জামবনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম। সমস্যায় যেমন পড়েছেন এলাকার সাধারণ মানুষ তেমনি দূর দূরান্ত থেকে আসা গাড়ির লম্বা লাইন। এই রাস্তা দিয়ে খুব সহজেই ও কম সময়ে ঝাড়খণ্ড এবং জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ করা যায়। আশঙ্কায় দিন কাটাচ্ছেন কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের
আরও দেখুন