NOW READING:
WB News: রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য, আজ থেকে মিলছে পাইকারি বাজারে
September 27, 2024

WB News: রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য, আজ থেকে মিলছে পাইকারি বাজারে

WB News:  রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য, আজ থেকে মিলছে পাইকারি বাজারে
Listen to this article



ABP Ananda Live: পুজোর আগে অবশেষে গঙ্গাপারের বাঙালির পাতে পড়তে চলেছে …

source

19 Comments
    @souvikdeyhdb

    ওরে, কলকাতাকে পুরো রাজ্যের নাম দিস না। তোরা না জানিস ইতিহাস, না জানিস ভূগোল। কলকাতায় এলো মানে রাজ্যে আসা হয় না।

    @kbBiswas-x1z

    কোলকাতা বাসি আপনাদের রিকোয়েস্ট করব পুজার দিনের জন‍্য ইলিশ কিনে ফ্রিজে রেখে দেই। কারন বাংলাদেশ তেও ইলিশ বেশি পাওয়া যাচ্ছেনা

    @worldtopnews2915

    ইউনুস বড় বড় কথা বলে শেষে ভারতের পক্ষ নিলো!!!😢 বাংলাদেশে ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়, আার ভারতকে পাঠালো ১২০০ টাকা দরে। ছি ছি এই দেশের মানুষের প্রতি হাসিনার মতো বেইমানি শুরু করে দিলো।😢🇧🇩🇧🇩 বাংলাদেশে বাজারের বড় ইলিশ দিয়ে দিলো!!

    @mustahasan533

    খা মরণের খান খা। ভিক্ষা করে ছাড়া তোরা আর কি করে খেতে পারিস।

    @amnanshafol

    বেশি বাড়বাড়ি কোন কিছুই ভালো না। সব কিছু রাজনীতির হাতে ছাড়া যায়না। দুই দেশের মানুষের মধ্যে বৈরিতা নয়, ভালোবাসা, সম্প্রীতি গড়ে উঠুক।

    @prodiptomukherjee8248

    কোনো দরকার নেই। আমাদের দেশেই ইলিশ পাওয়া যায় আর আমি তা খেয়েছিও, একই স্বাদ। কোনো দরকার নেই পাশের ওই হ্যাংলাদেশের ইলিশ খাওয়ার। কে জানে ওরা ওতে কি মেশাচ্ছে কারন ওদের দেশে তো বিশাল বিদ্যুৎ বিভ্রাট, কিভাবে এতো মাছ সংরক্ষণ করছে? কি মেশাচ্ছে?

    @babu428

    ,,আপনারা একটু ভাবুন●●
    আপনারা বাংলাদেশের ইলিশ খাবেন না পশ্চিমবঙ্গের ইলিশ খাবেন ◆
    বাংলাদেশের ইলিশ বিষাক্ত ফরমালিন এ চুবানো মাছ, যা #ক্যান্সারের কারণ।
    এছাড়া যে দেশ গালি দেয় এবং ভারতের 7 Sisters দখলের হুমকি দেয়, সেই বাংলাদেশের মাছ বয়কট করুন।

    @NURULISLAM-np8vh

    আমাদের বাংলা উপার বাংলা র ইলিশের অধিকার আছে,পুজোর আনন্দ উপভোগ করেন,

    @julfikar9897

    বাংলাদেশকেও বেশি দামে রপ্তানি করে দেও বাংলাদেশের অন্তর্বতী সরকারের কাছে আমার আবেদন। এমন বাক স্বাধীনতা ফিরে পেয়ে লাভ কি হলো, যেখানে জনগণের চাওয়া পাওয়ার বিষয়ে কর্ণপাত করা হয়না😢

Leave a Reply