ABP Ananda Live: ভিনরাজ্য়ে মার খাচ্ছে বাংলাভাষী, রাজ্য়ে ধরা পড়ছে বাংলাদেশি, শাঁখের করাতে মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ, গরিব মানুষের কাছে এখন উভয় সঙ্কট। একদিকে এ রাজ্য়ে ঢুকে, রুজি-রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা-নিগ্রহ-মারধর! ফলে সাধারণ মানুষের প্রশ্ন, তারা করবেন তো কী করবেন? যাবেন তো কোথায় যাবেন? কোথাও দেখা যাচ্ছে, কোনও ব্য়াক্তির এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট! তো আরেক পকেটে ভারতের ভোটার কার্ড!! আবার এর ঠিক উল্টো দিকে পেটের টানে ভিন রাজ্য়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে এ রাজ্য়ের মানুষকে। বাংলাভাষী হওয়ায়, বাংলাদেশি সন্দেহে কোথাও তাদের আটক করে রাখা হচ্ছে, কোথাও মারাত্মক হেনস্থার শিকার হতে হচ্ছে। এরই মধ্য়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখান INDIA জোটের সাংসদরা।
#bangladeshi #bangladeshnews #westbengalnews #migrantworkers #fakevoters#ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ
source

এটাই ভুল নীতি,সকল বাংলাদেশীদের ফেরত পাঠানো দরকার কারণ এই নীতির কারণেই জন্যই বাঙলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে ওরা যানে বাঙলাদেশ হিন্দুদের উফর অত্যাচার করলে এরা জমি বাড়ি পুকুর হব কিছু ছেড়ে ভারতে পালিয়ে যাবে আর ঐসব সম্পত্তি দখল করবে মজা খরে ভোগ করবে আর বাঙলাদেশ ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাবে।
ABP o fake video dekhay.
What is this 😡😡😡😡
Ai sob fack Video
গুরুগ্রামের ভিডিও টি পুরো মিথ্যা,, তারপরেও এবিপি আনন্দ কি ভাবে এই ভিডিও প্রচার করছে, হরিয়ানা সরকার অ্যাকশন নিক,তৃণমুল নেতা ও যারা এই ভিডিও প্রচার করছে তাদের বিরূদ্ধে 🙏
Bangladeshi der ration & adhar & birth certificate Jodi banglar gram panchayet & municipalities dewa hoy. Amoni abostha hobe bangalir sathe.
Ato Din ai sob hoto na BJP Asar por ar ABP BANGLADESH NEWS CHANNEL HOBER POR TAKA AI SOB CHALU HOYACHA JODI BANGLADESH AKANA DUKA TAKA TA HOLA BSF AR EXTERNAL AFFAIRS AR JONNO DAIYE
Momotar amma raa; dhora khaichea
Eta fake video
ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে এই সব ঘটনা প্রমাণ দিচ্ছে
তুই ছোট জাত,
তোকে তো 'দুহাজার' বছর আগে থেকেই ব্রাহ্মণরা মন্দির থেকে NRC করে দুশো মিটার দূরে দাঁড় করিয়ে দিয়েছে বে…
তুই আবার নতুন করে "NRC চাই","বাংলায় NRC হোক" বলিস কোন আক্কেলে?😂
শখ মেটেনি??
Media🤡🤡🤡🤡
এই রাজ্যে অবিলম্বে এন আর সি চালু করা উচিত
বেগম আর গর্গ কে বল বাংলায় কর্মসংস্থান করতে 👈
প্রথমে বেইমান নেতাদের যারা এ সাপোর্ট করছে তাদের বাংলাদেশ সঙ্গে পাঠিয়ে দেওয়া উচিত।
নীরব মোদী, মেহূল চোকষী, বিজয় মাল্য, ললিত মোদীর মত যারা ব্যাঙ্কের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিল, তারা বিদেশে কি করে গেল? যারা অন্য দেশের চর বৃত্তি করে ধরা পড়ছে তাদের কি হলো? যারা ঘৃণা ভাষণ দিয়ে দাঙ্গা লাগালো তাদের কি হলো? তাদের…..*ল
…তে পারলোনা। আর রাষ্ট্র যাদের কর্ম সংস্থান করতে না পারায় যারা অন্য রাজ্যে যাচ্ছে পেটের দায়ে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাঙলা ভাষী বলে। এখানে যেদিন পাল্টা প্রতিক্রিয়া শুরু হবে ঐ সব রাজ্যের বাসিন্দাদের উপর, তখন দেখবেন দিল্লি, আদালত সবাই খুব দ্রুত নড়ে চড়ে উঠবে।
Fake news
হিন্দির জন্য বাংলা কেন মার খাবে? দুই বাংলা এক হও হিন্দি হঠাও, হিন্দিকে বাচাতে গিয়ে বাংলা দুই ভাগে ভাগ হয়েছে, হিন্দি হল বাংলার শত্রু 😢
তোদের newes এ মারি
এই মাগি !!
যারা ফেক নিউজ বলছো পশ্চিমবঙ্গে থেকে বাঙ্গালীর নামে কলঙ্ক,
তোমরা বিহারী গুটখা খোর দের জুতো চাটা বাঙালি
আর চর্চা নয় । মারের বদলে মার। কোন নেতার ছ্যাবলামি তর্ক বিতর্ক নয় । সমস্ত হিন্দু মুসলমান এক হয়ে আবার স্বাধীনতার লড়াই নিজেদের কে করতে হবে।
Jai Shree Ram
Bangla bolle henostha,kono vabei mana jabe na,sob party r leader ra anyo rajye giye bikhov koruk immediate
লরেন হিটলার মুতি আর অমিত গোয়েবলস শাহর নির্দেশে ভারতীয় নাৎসি পার্টির BSF, CBI, ED, EC, CRPF, RPF সহ হিন্দিভাষী গেস্টাপো ইউনিটগুলো এখন বাঙালিদের হলোকাস্ট করতে উঠে পড়ে লেগেছে। সম্ভবত মুতি আর শাহ অ্যাডলফ হিটলার, গোয়েবলস, অ্যাইখম্যান, মুসোলিনির ইতিহাস ভুলে গেছে। এই হিন্দি আর গজ্জু ভাষী নাৎসি পার্টির মতে বাংলা ভাষায় কেউ কথা বললেই সে বাংলাদেশি।
অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত লেখা রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্র বাংলাদেশি, ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি, মাস্টারদা, বাঘাযতীনরা বাংলাদেশি, শরতচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, মেঘনাদ সাহা, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, সতেন্দ্রনাথ বসু, প্রফুল্ল রায়, জগদীশচন্দ্র বসুরা প্রত্যেকেই বাংলাদেশি।
কিন্তু কোন বার্থ সার্টিফিকেট আর নাগরিকত্ব সার্টিফিকেট না থাকা তথা ভারতীয় সেনাদের জঙ্গিদের বোন, নিজের গোলাম আর নাপুংসক বলে খিল্লি করা, যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের কাছে ভারতীয় সেনাদের সব প্ল্যান ফাঁস করে দেওয়া আর ট্রাম্পের কাছে কাটমানি খেয়ে যুদ্ধ থামিয়ে দেওয়া গুজরাটি কু*ত্তাগুলো সব ভিরাট ভারতীয়।
কথায় আছে, "অতি দর্পে হত লঙ্কা"। হিটলার, অ্যাইখম্যান আর মুসোলিনির মতোই পরিণতি হবে এই বাঙালি বিদ্বেষী নাৎসিদের
বাংলায় BJP চাই ✊🏻
Molla hatao desh bachao
তোর বাপের দেশ তোরা যা ইচ্ছা তাই করবি