# Tags
#Blog

East Bengal | ISL 2024-25: চার ম্যাচ পর জিতল ইস্টবেঙ্গল, বিষ্ণু-হিজাজি দিলেন বছরের প্রথম তিন পয়েন্ট

East Bengal | ISL 2024-25: চার ম্যাচ পর জিতল ইস্টবেঙ্গল, বিষ্ণু-হিজাজি দিলেন বছরের প্রথম তিন পয়েন্ট
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গলের হারের হ্যাটট্রিক সঙ্গে চোট-আঘাতের সমস্যা!  একেবারে গোদের উপর বিষফোঁড়ার মতো এই অবস্হায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কী করবেন নিধিরাম সর্দার ওরফে হেড কোচ অস্কার ব্রুজো? 

আরও পড়ুন:  ICC Men’s ODI Team Of The Year For 2024: বর্ষসেরা ODI দল বাছল ICC, ১১ জনে নাম নেই ভারত-অস্ট্রেলিয়ার একজনেরও! নেতৃত্বে কে?

ঢাল-তরোয়াল ছাড়া কী করে তিনি যুদ্ধ করবেন? ঠিক এই পরিস্থিতিতেই ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল| টানা ৩২ দিন পর জয় পেল ইস্টবেঙ্গল! ২-১ গোলে জিতে, নতুন বছরে প্রথমবার তিন পয়েন্টের মুখ দেখল লিগ টেবিলের তলানিতে এসে দাঁড়ানো দল! 

যুবভারতী ক্রীড়াঙ্গনে ফ্রাইডে ব্লকবাস্টারের রসদ ছিল না ইস্টবেঙ্গলের কাছে ঠিকই, তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লড়াকু চেষ্টার অভাব ছিল না| এদিন অস্কার রক্ষণে লালচুংনুঙ্গা-হিজাজি-নিশু, মাঝমাঠে জিকসন-সৌভিক-নাওরেম-বিষ্ণু ও ফরোয়ার্ডে দিয়ামানটাকোস-সেলিস-ক্লেটন, গোলে গিলকে নিয়ে প্রথম একাদশ সাজালেন| 

এদিন শুরুর ১০ মিনিট ইস্টবেঙ্গলকে ছন্দহীন দেখালেও পরে কিন্তু লাল-হলুদ ঠিক ছন্দ খুঁজে নেয়, মাঝমাঠ ও ফরোয়ার্ড ভাগের মেলবন্ধন হয়ে যায়|  গোলের রাস্তায় চলতে চলতে ঠিক ২১ মিনিটে গোলের দেখা পেয়ে যায় ইস্টবেঙ্গল| ক্লেটন সিলভার একেবারে সাজানো বল ধরে, পিভি বিষ্ণু ছুটে গিয়ে বল চিপ করে দেন, গোলকিপারকে পরাস্ত করে তবে এই গোলমুখী বলটি কেরালার ডিফেন্ডার কোরৌ সিং আটকাতে গিয়ে একেবারে ল্যাজে-গোবরে হয়ে গিয়েছিলেন, নাহলে এই বল রুখে দেওয়া যেত| 

বিরতির আগে ইস্টবেঙ্গল যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই শুরু করল দ্বিতীয়ার্ধ| ৭০ মিনিটে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে| লুনাকে অফ দ্য বল সেলিস ধাক্কা দিয়েছিলেন, সেই রাগে সন্দীপ এসে সেলিসকে ধাক্কা দিয়ে ফেলে দেন| সন্দীপ-সেলিসকে হলুদ কার্ড দেখান রেফারি| কিন্তু এই ঘটনার ঠিক এক মিনিটের ভিতর ইস্টবেঙ্গল কার্যত তিন পয়েন্ট পকেটে পুরে ফেলে| হিজাজি সেট ছ’গজ দূর থেকে সেট পিসে দারুণ গোল করে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটান| 

এদিন শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলকে এক গোল হজম করতেও হয়| ৮৩ মিনিটে দানিশ ফারুক কেরালার হয়ে ব্যবধান কমান| নির্ধারিত সময়ের পর রেফারি আরও ছ’মিনিট খেলা চালানোর নির্দেশ দিলেন| তবে স্কোরলাইনে কোনও বদল হয়নি, ওদিকে খেলার শেষে লিগ টেবলে কোনও ফারাক হল না| কেরালা ৮ নম্বরে ও ইস্টবেঙ্গল ১১ নম্বরেই থাকল আগের মতো|

আরও পড়ুন:  WATCH | Marco Jansen: ৬ ফুট ৮ ইঞ্চির পেসার, উচ্চতায় নাজেহাল ইন্টারভিউয়ার, দেখুন কী বুদ্ধিই না খাটালেন…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal