Uttar Pradesh’s Bulandshahr: বন্ধুদের দিয়ে বউকে ‘ধর্ষণ করিয়ে’ আরবে বসে দেখত উত্তেজক সেই ভিডিয়ো এবং…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন স্বয়ং তাঁর স্ত্রী! কী সেই ভয়ংকর অভিযোগ? বছরপঁয়তিরিশের স্ত্রী অভিযোগ করেছেন, বন্ধুদের দিয়ে তাঁকে নিয়মিত ধর্ষণ করায় তাঁর স্বামী! এ্যাঁ? এমন অভিযোগ পেয়ে তো চক্ষু চড়কগাছ পুলিসের! সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ে তাঁরা। আর তদন্তে নামার পরে সামনে আসে আরও ভয়ংকর তথ্য।
আরও পড়ুন: Baba Vanga Accurate Predictions: ২০২৫ নিয়ে বাবা ভাঙ্গা ভয়ংকর ভয়াবহ হাড়হিম আর কী বলে গিয়েছেন, যা মিলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা?
কী সেই ভয়ংকর তথ্য? জানা গিয়েছে, নিজের বন্ধুদের দিয়ে নিজের বউকে ধর্ষণ করিয়ে তিনি টাকা নিতেন বন্ধুদের থেকে। এখানেই তার গুণপনার শেষ নয়, সে নাকি আরবে বসে নিজের বউকে ধর্ষিতা হতে দেখার এই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগও করত!
কোথায় ঘটেছে এমন ঘটনা? উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের বুলন্দশহরে ঘটেছে এমন ভয়ংকর ঘটনা। এবং এটা সেখানে চলছে গত ৩ বছর ধরে। প্রথম থেকেই কি স্ত্রী এটা মেনে নিয়েছিলেন? জানাননি তাঁর স্বামীকে? হ্যাঁ, জানিয়েছিলেন তিনি। তবে, স্বামী তাঁকে বিষয়টি নিয়ে চুপ করে থাকতে বলেছিলেন। ২০১০ সালে তাঁর বিয়ে। তাঁদের চার সন্তান।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তার দুই বন্ধুকে স্ত্রীর সঙ্গে যৌনতার অনুমতি দিয়েছিল। বন্ধুরা তার বউয়ের সঙ্গে যে যৌনতা করত, তা রেকর্ড করে রাখত। পরে সেটা তাকে পাঠাত। ওই যুবক আরবে বসে তা দেখত! সে টাকাও নিত বন্ধুদের থেকে! সৌদিতে অটোমোবাইল মেকানিক হিসেবে কাজ করে সে। বছরে একবার কি দুবার সে দেশে ফেরে।
আরও পড়ুন: WHO on HMPV: HMPV কি প্রাণঘাতী? অচিরেই বিশ্ব জুড়ে শুরু হবে মৃত্যুমিছিল? জেনে নিন, WHO কী বলল…
পুলিসসূত্রে জানা গিয়েছে, প্রথম ব্যাপারটা শুরু হয়েছিল নাকি ওই যুবকের উপস্থিতিতেই। বছরতিনেক আগে সে যখন সৌদি থেকে বুলন্দশহরে ফিরেছিল তখন তার উপস্থিতিতেই তার বন্ধুরা তার বউকে ধর্ষণ করেছিল। পরে সে যখন সৌদি ফিরে যায়, তখনও তার বন্ধুরা সেটা চালিয়ে যায়। কেন চুপ করেছিলেন ওই নির্যাতিতা? তিনি জানিয়েছেন, সন্তানের মুখ চেয়ে। কেননা, তাঁর স্বামী তাঁকে ভয় দেখিয়েছিল, বিষয়টি মেনে না নিলে তাকে ডিভোর্স করে দেবে। সন্তানের মুখ চেয়েই এটা মেনে নেন তিনি। কিন্তু আর পারেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)