# Tags
#Blog

নতুন আয়কর বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, লক্ষ্য কর ব্যবস্থার সরলীকরণ ও আধুনিকীকরণ

নতুন আয়কর বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, লক্ষ্য কর ব্যবস্থার সরলীকরণ ও আধুনিকীকরণ
Listen to this article


নয়াদিল্লি : নতুন আয়কর বিলে (New Income Tax Bill) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবাদ সংস্থা সূত্রের খবর। আয়কর আইন ১৯৬১ (Income Tax Act, 1961) এর পরিবর্তে আনা হচ্ছে এই বিল। এর লক্ষ্য, ভারতের কর ব্যবস্থাকে সরলীকরণ ও আধুনিকীকরণ করা। এটি আইনি ভাষাকেও সহজ করবে যাতে করদাতারা সহজে বিধানগুলি বুঝতে পারেন।

বিলে নতুন কর প্রবর্তন করা হবে না। পরিবর্তে, এটি কর আইনকে সরলীকরণ, আইনি জটিলতা হ্রাস এবং করদাতাদের জন্য সম্মতি সহজতর করার দিকে মনোনিবেশ করবে। বৃহস্পতিবার এমনই জানান অর্থ সচিব। এতে অল্প শাস্তি, বিধান এবং ব্যাখ্যা থাকবে। সরকার আরও বলেছে যে, নতুন আইনটি বর্তমানের চেয়ে ৫০ শতাংশ ছোট হবে। মামলা কমানো এর প্রধান লক্ষ্য হবে। এমনটি বিলটিতে কিছু অপরাধের জন্য কম জরিমানার প্রস্তাব দেওয়া হতে পারে, যাতে কর ব্যবস্থাকে আরও করদাতা-বান্ধব করে তোলা যায়।

১ ফেব্রুয়ারি বাজেট ভাষণে এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৫-২০২৬ অর্থবর্ষ থেকে নতুন কর কাঠামো লাগু হবে। করদাতারা এই সিস্টেমের আওতায় আশবেন ২০২৬-২০২৭ অ্যাসেসমেন্ট ইয়ারে। 

মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। এবারের বাজেটে, বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা একলাফে ৫ লক্ষ টাকা বাড়িয়ে, ১২ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থাৎ আপনার মাসিক এক লক্ষ টাকার মধ্য়ে আয় থাকলে, আপনাকে এক পয়সাও আয়কর গুনতে হবে না। যা শুনে মধ্য়বিত্তর হাসি চওড়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়বে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থনীতিও চাঙ্গা হবে।

যে মধ্য়বিত্তরা চাতকের মতো আয়কর-ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল, তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে মোদি সরকারের এই সিদ্ধান্ত। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে, মোদি সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল, তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয়ে এতদিন ৭১ হাজার ৫০০ টাকা কর দিতে হত। এখন এই আয়ে এক টাকাও কর দিতে হবে না। ফলে পুরো ৭১ হাজার ৫০০ টাকাই লাভ! বার্ষিক ১৩ লক্ষ টাকা অবধি আয়ে আগে যেখানে ৮৮ হাজার ৪০০ টাকা আয়কর দিতে হত, এখন সেখানে দিতে হবে, ৬৬ হাজার ৩০০ টাকা। অর্থাৎ ২২ হাজার ১০০ টাকা লাভ। তবে এই ছাড় নতুন কর-কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য়। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারেই।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal