# Tags
#Blog

উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত চালু সরাসরি বাস পরিষেবা

উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত চালু সরাসরি বাস পরিষেবা
Listen to this article


সুনীত হালদার, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে উলুবেড়িয়া (Uluberia) থেকে সরাসরি বাস পরিষেবা চালু হল বারাসাত (Barasat)পর্যন্ত। বুধবার এই বাস পরিষেবার সূচনা করেন রাজ্য পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।

প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া-বারাসাত রুটে ২৬টি বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য পরিবহন দফতর। তার মধ্যে সূচনা হিসেবে বুধবার থেকে ১০টি বাস চালু করা হল। পরে ধাপে ধাপে বাকি বাসগুলো চালানো হবে বলে জানা গেছে। বর্তমানে ৪০ মিনিট অন্তর বাস চালানো হলেও পরে কুড়ি মিনিট অন্তর তা চালানো হবে। 

আরও পড়ুন: Manipur Update : আতঙ্কের প্রহর মণিপুরে, কাঁটাতারের বেড়া দিয়ে বাড়ি ঘিরলেন বিজেপি বিধায়ক; প্রস্তুত গোপন বাঙ্কারও

সূত্রের খবর, বাসটি উলুবেড়িয়া স্টেশন হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোনা এক্সপ্রেস ধরে ডোমজুড়ের সলপ হয়ে দক্ষিণেশ্বর-মধ্যমগ্রাম দিয়ে বারাসাতে পৌঁছাবে। এই বাস পরিষেবা চালু হওয়ায় হাওড়া এবং উত্তর ২৪ পরগনা দুই জেলার মানুষের অত্যন্ত সুবিধা হবে। এমনটাই জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি মন্ত্রী এদিন ঘোষণা করেন খুব শীঘ্রই নতুন উলুবেড়িয়া বাসস্ট্যান্ডের কাজ শুরু হবে। এর জন্য টাকা বরাদ্দ হয়েছে রাজ্য অর্থ দফতরের তরফে।

এদিকে এই বাস পরিষেবা চালুর কথা শুনে উচ্ছ্বসিত স্থানীয় মানুষরা। এই পরিষেবার মাধ্যমে উলুবেড়িয়া থেকে আর ঘুরপথে বারাসাত যেতে হবে না বলে অত্যন্ত খুশি তারা। পাশাপাশি রুটটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে প্রচুর সাধারণ মানুষ এর ফলে উপকৃত হবেন। যাতায়াতের সময়ও কমে যাবে বলে আনন্দিত তাঁরা। 

তাঁদের কথায়, উলুবেড়িয়া থেকে বারাসাত পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। বর্তমানে প্রশাসন সেই ডাকে সাড়া দিয়ে বাস পরিষেবা চালু করার জন্য তারা খুবই খুশি। প্রচুর মানুষ এই পরিষেবার জন্য উপকৃত হবেন বলেই মনে করছেন তাঁরা। এর ফলে খুশি হয়েছে প্রতিদিন উলুবেড়িয়া থেকে বারাসাত ও বারাসাত থেকে উলুবেড়িয়া আসা যাত্রীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Medical Council: ‘শান্তনু সেনকে পদ থেকে সরানো হোক’, স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির; সংঘাত তুঙ্গে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal