বাংলাদেশের জঙ্গিরা তৃণমূল কংগ্রেসের ভোটার : শুভেন্দু…
বাংলাদেশের জঙ্গিরা তৃণমূল কংগ্রেসের ভোটার! পাকিস্তানের জঙ্গিরাও ভোটার! রাজ্য পুলিশ কার্যত ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করতে! কার্যত নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত আইসি তুহিন বিশ্বাসের নামে অপহরণের মামলা করা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়’কে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ” নন্দীগ্রামে তো হারিয়েছি। ভবিষ্যতেও হারবেন! যেখানে দাঁড়াবেন সেখানে গিয়েও হারাবো! নন্দীগ্রামের মানুষ মাথানত করবে না। হিন্দুদের পাশে রয়েছি! ”
দৈনিক সংবাদ অনলাইন। নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর।
#Agartala #WestBengal #Kolkata #দৈনিকসংবাদ #DainikSambadOnline #DainikSangbadOnline #DainikSangbad #DainikSambad #নন্দীগ্রাম #পূর্বমেদিনীপুর #মমতাবন্দ্যোপাধ্যায় #বাংলাদেশ #জঙ্গি #ভোটার #শুভেন্দুঅধিকারী
source