Gurugram: ভয়ংকর! কর্মক্ষেত্রে বারবার সমালোচনা! রেগে গিয়ে অফিসেই সহকর্মীকে খুন…
![Gurugram: ভয়ংকর! কর্মক্ষেত্রে বারবার সমালোচনা! রেগে গিয়ে অফিসেই সহকর্মীকে খুন… Gurugram: ভয়ংকর! কর্মক্ষেত্রে বারবার সমালোচনা! রেগে গিয়ে অফিসেই সহকর্মীকে খুন…](https://i1.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/08/513863-delhi.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসে তাঁকে রোজ শুনতে হত নানান কটুক্তি। কর্মক্ষেত্রে ঢোকা মাত্রই সহকর্মী করত অপমান। একপ্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তিনি। শেষমেশ বড়সড় সিদ্ধান্ত। ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: ISRO Chief: খড়গপুর আইআইটির প্রাক্তনী, ইসরোর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভি নারায়ণন
ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫৩-তে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২২ বছরের ওই যুবক এত অপমানিত হয়েছে শেষমেশ অতিষ্ঠ হয়ে নিজের সমস্ত মনের বিদ্বেষ বার করে দিয়েছে। মৃত ব্যক্তির নাম দলীপ কুমার (২৬)। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। গেস্ট হাউজকিপার হিসেবে কাজ করতেন। এবং একই অফিসে কাজ করতেন অসমের বাসিন্দা অর্জুন। শনিবার দলীপকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করে অর্জুন।
পুলিস জানিয়েছে, মৃতের ভাই প্রথম মামলা দায়ের করে। তারপরেই তদন্তে শুরু হয়। জানা গিয়েছে, গেস্ট হাউসের রান্নাঘর থেকে ধারাল ছুরি নিয়ে দলীপের উপর হামলা করে অর্জুন শাভতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। গ্রেফতার হয়েছে ওই যুবক। প্রসঙ্গত, আগের বছর অক্টোবরে পুনের ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে এইভাবেই খুন করে তার অফিসেরই সহকর্মীকে। দুজনেই একটি বেসরকারি সংস্থায় কাজ করত। সেখানেই জলের ফিল্টার লাগানোর কাজ করত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)