কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ছে ; নিভু নিভু আলোতেই রাজ্যে ওষুধের গুণমান যাচাই ! উঠছে প্রশ্ন
ঝিলম করঞ্জাই, কলকাতা : ওষুধের গুণমান কেমন, তা ধরা পড়তে পারে স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবের পরীক্ষায়। কিন্তু, এরাজ্য়ে সেই ল্য়াবের কী অবস্থা? ভেজাল এবং নিম্নমানের ওষুধের কারবারের পর্দাফাঁসের প্রেক্ষিতে, আমরা গেছিলাম তা দেখতে। আর সেখানে প্রায় চোখ কপালে ওঠার জোগাড়! কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ছে। কোথাও নিভু নিভু আলোতে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো […]