কোন পথে এগোচ্ছে তদন্ত? মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল চিকিৎসকদের
<p><strong>কলকাতা:</strong> বছরের শেষ দিন মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল পাঠাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। যেখানে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছে তাঁরা। তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা।</p> <p><strong>রিমাইন্ডার মেল চিকিৎসকদের: </strong>আজ, ৩১ ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থানের অনুমতি দিয়েছে আদালত। এদিন রিমাইন্ডার মেলে চিকিৎসক সংগঠনের তরফে জানতে চাওয়া হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া […]