‘গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে’, শমীক-শুভেন্দুকে বিঁধে বিভাজন উস্কে দিলেন কুণাল ?
<p><strong>দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার, কলকাতা :</strong> ২০২৬-এর বিধানসভা ভোটের আগে, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি বলেন, পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন। পথে নামুন, তৃণমূলকে সরান। […]