রাজ্যজুড়ে কুয়াশার দাপট। সাদা কুয়াশার চাদরের ঢেকে রয়েছে গোটা শহর
ABP Ananda Live: সকাল থেকে ঘন কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে ব্যাহত উড়ান পরিষেবা। ৬০টি উড়ান ছাড়তে বিলম্ব। কলকাতাগামী ৩টি বিমানকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। ক্যাট থ্রি সিস্টেম থাকা সত্ত্বেও ব্যাহত বিমান পরিষেবা। কুয়াশায় প্রভাব ট্রেন চলাচলেও। হাওড়ায় দেরিতে ঢুকেছে বা ঢুকবে একাধিক ট্রেন। হাওড়া-শিয়ালদায় লোকাল ট্রেনের গতিও অন্যদিনের তুলনায় কম।ঘন কুয়াশায় […]